ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের উপস্থিতি কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেশটির সরকার ঘটনাটিকে ‘সামরিক হয়রানি’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, অন্তত পাঁচটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান তাদের সীমান্তসংলগ্ন আকাশে শনাক্ত হয়েছে। তিনি এ ঘটনাকে মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি হুমকি আখ্যা দিয়ে বলেন, আমরা তাদের নজরে রেখেছি। ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না। আমাদের জনগণ শান্তি, কাজ ও সুখ চায় কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক উসকানি দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার সরকারি বিবৃতিতে জানানো হয়, যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ছিল। যদিও এটি ভেনেজুয়েলার আকাশসীমা (২২ কিলোমিটার) লঙ্ঘন করেনি, তবুও দেশটি দাবি করেছে, এ ধরনের কর্মকা- আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং বেসামরিক বিমান চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে। যৌথ বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলে, ক্যারিবীয় অঞ্চলের শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন। -আলজাজিরা
যদিও উপকূলের কাছে পাঁচটি যুদ্ধবিমানের উপস্থিতি নিয়ে ভেনেজুয়েলার এ অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের।