দক্ষিণ চীনের উপকূলে ধেয়ে আসছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। সুপার টাইফুন রাগাসার আঘাতে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ১০টিরও বেশি শহরে স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়টিকে ঝড়ের রাজা হিসেবে আখ্যা দিয়েছে। ভয়াবহ বিপর্যয় ঘটার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড়টি হংকংয়ের দিকে এগিয়ে আসায় সেখানে ৮ নম্বর টাইফুন সতর্কতা জারি করা হয়েছে। এটি সর্বোচ্চ সতর্কতার চেয়ে মাত্র দুই ধাপ নিচে। গতকাল হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হয়েছিল। ক্যাথি প্যাসিফিক এয়ারওয়েজের ৫০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। -এএফপি