ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে নিজেই এক সমস্যা হয়ে উঠেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতি হওয়ায় গাজা যুদ্ধের অবসানে ইসরায়েলের ওপর ডেনমার্ক চাপপ্রয়োগের চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। গতকাল ডেনমার্কের দৈনিক জিল্যান্ডস-পোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মেটে ফ্রেডেরিকসেন। তিনি বলেছেন, ইসরায়েলের নেতা নেতানিয়াহু এখন ‘নিজেই একটি সমস্যা’ হয়ে উঠেছেন। তার দেশ বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতি থাকা অবস্থায় গাজা যুদ্ধ অবসানে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি।
ডেনমার্কের মধ্য-ডানপন্থি এই নেতা গাজার মানবিক পরিস্থিতিকে ‘একেবারে ভয়াবহ ও ধ্বংসাত্মক’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে পশ্চিম তীরে ইসরায়েলের নতুন বসতি স্থাপনের প্রকল্পের কঠোর সমালোচনা করেছেন তিনি। ফ্রেডেরিকসেন বলেন, ‘আমরা এমন একটি দেশ, যারা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চায়। -এএফপি