সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ শহর এল-ফাশেরে গত এক সপ্তাহে অন্তত ৬৩ জন মারা গেছে অপুষ্টিতে, যার অধিকাংশই নারী ও শিশু। রবিবার উত্তর দারফুর প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানান।
ওই কর্মকর্তা বলেন, হাসপাতালে পৌঁছাতে সক্ষম ব্যক্তিদের মৃত্যুর সংখ্যা হিসাব করা হয়েছে। বাস্তবে অনেকেই চিকিৎসা না পেয়ে ঘরে বা স্থানীয়ভাবে দাফন হয়েছে, কারণ নিরাপত্তাহীনতা ও যানবাহনের অভাবে হাসপাতালে যাওয়া সম্ভব হয়নি। গত বছরের মে থেকে এল-ফাশেরে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) অবরোধ চলছে। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া যুদ্ধে আরএসএফ সুদানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করে আসছে। বর্তমানে শহরটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুরের শেষ বড় শহর। চলতি বছরের শুরুতে আরএসএফ নতুন করে হামলা জোরদার করে। এপ্রিলে নিকটবর্তী জামজাম বাস্তুচ্যুত শিবিরে আরএসএফের বড় হামলার পর হাজারো মানুষ এল-ফাশেরে আশ্রয় নেয়। কিন্তু খাদ্যসংকটে একসময়কার প্রধান ভরসা কমিউনিটি কিচেনগুলোর বেশির ভাগই এখন বন্ধ। অনেক পরিবার পশুখাদ্য ও পচা খাবারের ওপর নির্ভর করছে।