ফিলিস্তিনকে অবিলম্বে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন লেবার দলের প্রায় ৬০ জন এমপি। বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে দেওয়া এক চিঠিতে এ আহ্বান জানান তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ খবর জানিয়েছে। গাজায় জাতিগত নিধন চলছে বলে অভিযোগ করেছেন তারা। গাজার উদ্বেগজনক পরিস্থিতি এবং ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বিতর্কিত এক মন্তব্যের পর ব্রিটিশ এমপিরা এ চিঠি দিলেন। চিঠিতে স্বাক্ষরকারীরা মধ্য ও বামপন্থি উভয় ধারার রাজনীতিবিদ। তারা গাজায় জাতিগত নিধন চলছে বলে অভিযোগ করেছেন এবং গাজার অধিবাসীকে জোর করে রাফার ধ্বংসস্তূপে ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে এমপিরা লেখেন, ‘গাজার সব বেসামরিক নাগরিককে রাফার ধ্বংসস্তূপের শিবিরে জোর করে স্থানান্তরের যে ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দিয়েছেন, তার প্রেক্ষাপটে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে জরুরিভিত্তিতে আমরা এ চিঠি লিখেছি।’ ইসরায়েলের বিশিষ্ট এক মানবাধিকার আইনজীবীর নাম করে চিঠিতে বলা হয়, ‘ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজের ওই ঘোষণাকে মানবতাবিরোধী অপরাধের একটি প্রায়োগিক পরিকল্পনা আখ্যা দিয়েছেন তার দেশেরই এক মানবাধিকার আইনজীবী মাইকেল স্ফার্ড। তার ভাষ্য, ‘এ পরিকল্পনা হচ্ছে মানুষজনকে গাজা থেকে বের করে দেওয়ার প্রস্তুতি হিসেবে তাদের এ ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় (রাফা) নগরীতে স্থানান্তর করা। এটি স্পষ্টতই আমাদের মতে, গাজায় জাতিগত নির্মূলকরণ।’ লেবার পার্টিতে ফিলিস্তিনের সমর্থক পার্লামেন্টারি গোষ্ঠী ‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড মিডিলইস্ট’ এ চিঠি সইয়ের উদ্যোগ নেয়। চিঠিটিতে সই করেছেন ৫৯ জন এমপি।
চিঠিতে পাঁচটি দাবি করেছেন এই এমপিরা। এর কিছু যুক্তরাজ্য সরকারের বিদ্যমান নীতির সঙ্গে মিলে গেছে। যেমন, জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা সংস্থাকে তহবিল সহায়তা করা এবং ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির চেষ্টা। তবে অন্য দাবিগুলো নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হতে পারে। -দ্য গার্ডিয়ান