ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও পোল্যান্ডের নেতারা এক যৌথ সফরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনে যাচ্ছেন। সফরের আগে তারা একটি যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর চাপ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন।
প্যারিস থেকে এএফপি জানায়, এই প্রথমবারের মতো চার ইউরোপীয় দেশের নেতারা একসঙ্গে ইউক্রেন সফর করছেন। সফরকারী নেতারা হলেন- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস, পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
রাশিয়ার আগ্রাসনের তিন বছরের বেশি সময় পর এ সফরকে ইউরোপীয় ঐক্যের এক শক্ত প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সফরের আগের দিনই মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধপন্থি বক্তব্য দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ৩০ দিনের এক নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে পুতিন এখনো সে প্রস্তাবে সাড়া দেননি। ইউরোপীয় নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে আমরা রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা একটি পূর্ণ ও নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এটি ন্যায়সংগত ও স্থায়ী শান্তি আলোচনার পথ সুগম করতে পারে।’
তারা আরও বলেন, আমরা যুদ্ধবিরতির কারিগরি বাস্তবায়ন নিয়ে আলোচনা এবং একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির প্রস্তুতি নিতে আগ্রহী। আমরা স্পষ্ট করে বলছি- রক্তপাত থামাতে হবে, রাশিয়াকে অবৈধ আগ্রাসন বন্ধ করতে হবে এবং ইউক্রেনকে অবশ্যই আন্তর্জাতিক স্বীকৃত সীমানার মধ্যে একটি নিরাপদ, স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে টিকে থাকতে দিতে হবে।
তারা হুঁশিয়ারি দেন, ‘যতক্ষণ না রাশিয়া স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চাপ আরও বাড়াব।’ গম্প্রতি দায়িত্ব নেওয়া চ্যান্সেলর মের্ৎসের এটি হবে প্রথম ইউক্রেন সফর। ম্যাক্রোঁ সর্বশেষ ২০২২ সালের জুনে ইউক্রেন গিয়েছিলেন। সে সময় তার সঙ্গে ইতালির ও তৎকালীন জার্মান নেতাও ছিলেন।
জেলেনস্কির সঙ্গে আলোচনায় নেতারা ইউক্রেনের প্রতি ‘অটল প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করবেন বলে জানানো হয়েছে বিবৃতিতে।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ‘সরাসরি আলোচনার আহ্বান ম্যাক্রোঁর
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গতকাল ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ‘সরাসরি আলোচনা’র আহ্বান জানিয়েছেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন বছর যাবৎ যুদ্ধ চলছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইউরোপীয় নেতাদের সঙ্গে দেখা করতে কিয়েভে যাওয়ার সময় ফরাসি সংবাদমাধ্যম টিএফ১ ও এলসিআইকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, ‘পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ৩০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। যদি এমনটি হয় তবে আমরা ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার চেষ্টা করব।