সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যে আগ্রাসন চালিয়েছে তার নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিসর ও জর্ডান। আরব দেশগুলো ইসরায়েলের এ অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ বন্ধ করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।
ইহুদিবাদী যুদ্ধবিমানগুলো মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে অবস্থিত কিসওয়াহ শহরের পাশাপাশি দারা প্রদেশের বেশ কয়েকটি স্থানে বোমাবর্ষণ করে। ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দক্ষিণাঞ্চলকে ‘সম্পূর্ণ বেসামরিকীকরণ’ করার কথা ঘোষণা করার পর এসব হামলা চালায় তেল আবিব।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন ও চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ হামলা চালানোর মাধ্যমে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বারবার লঙ্ঘন করছে। বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসি পদক্ষেপ রুখে দেওয়ার দায়িত্ব পালন করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়।
একইভাবে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলাকে ‘পদ্ধতিগত আগ্রাসন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জাতিসংঘ ঘোষণার পরিপন্থি’ বলে বর্ণনা করেছে। বিবৃতিতে বলা হয়, এ আগ্রাসনের মাধ্যমে তেল আবিব সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।
ওইদিকে সিরিয়ার রাজা দ্বিতীয় আবদুল্লাহ আম্মান সফররত সিরিয়ার নতুন শাসক আবু মোহাম্মদ আল-জোলানির সঙ্গে এক বৈঠকে বলেছেন, তিনি সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা জানাচ্ছেন। পার্সটুডে