নোয়াখালীতে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
মুহাম্মদ শফিকুল ইসলাম নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে জেলার সব শ্রেণি–পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের স্বাভাবিক অগ্রগতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহায়তা প্রত্যাশা করেন।
এসময় আর ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিনসহ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
শফিকুল ইসলাম বিসিএস (প্রশাসন) ২৭তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। এর আগে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর সচিব হিসেবে তিনি কর্মরত ছিলেন। তার নিজ জেলা টাঙ্গাইল।
বিডি-প্রতিদিন/তানিয়া