ভারত–মার্কিন শুল্কযুদ্ধ নিয়ে ভারতজুড়ে বিতর্ক তুঙ্গে। ওয়াশিংটন ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসানোর পর ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
রবিবার (৭ সেপ্টেম্বর) গুজরাটের রাজকোটে এক সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, “সাহস থাকলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর ৭৫ শতাংশ শুল্ক আরোপ করুন।”
তুলাচাষিদের ক্ষতির অভিযোগ
কেজরিওয়ালের দাবি, আমেরিকা থেকে আগত তুলার ওপর থেকে ১১ শতাংশ শুল্ক তুলে নেওয়ায় ভারতের তুলাচাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র শুল্কমুক্ত তুলা রপ্তানি করতে পারবে। এতে গুজরাটের তুলাচাষিরা বাজারে কুইন্টালপ্রতি ৯০০ টাকারও কম পাবেন, অথচ মার্কিন চাষিরা লাভবান হবেন।
তিনি অভিযোগ করেন, মোদি সরকারের এ সিদ্ধান্ত ভারতের কৃষকদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।
মার্কিন শুল্কে হিরা ব্যবসার ক্ষতি
কেজরিওয়াল আরও বলেন, মার্কিন শুল্কের কারণে ভারতের হিরা ব্যবসায়ও মারাত্মক ক্ষতি হয়েছে। এ সময় তিনি মোদি সরকারকে আক্রমণ করে বলেন, “ডোনাল্ড ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে কেন্দ্র সরকার। যুক্তরাষ্ট্র থেকে আসা তুলার ওপর যদি ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হয়, তবে আমেরিকাও ভারতের সামনে মাথা নত করতে বাধ্য হবে।”
ট্রাম্পকে ‘কাপুরুষ’ বললেন কেজরিওয়াল
মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও আক্রমণ করেন কেজরিওয়াল। তিনি বলেন, “ট্রাম্প একজন ভীরু, কাপুরুষ মানুষ। তার বিশ্বের সব দেশের সামনে নতজানু হওয়া উচিত।”
বিডি প্রতিদিন/আশিক