যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। নতুন এ শুল্কহার বৃহস্পতিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, “আমি এখনো কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় আগ্রহী।” জানা গেছে, আজ রাতেই তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফোনে কথা বলতে পারেন।
তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, নতুন শুল্ক কার্যকর হওয়ার আগে কোনো বাণিজ্য চুক্তির সম্ভাবনা নেই।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, কানাডা ‘ফেন্টানিল’ নামক প্রাণঘাতী মাদক নিয়ন্ত্রণে পর্যাপ্ত সহায়তা না করায় এ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। তবে কানাডার বাণিজ্য ব্যুরো এ অভিযোগ অস্বীকার করেছে।
এর পাশাপাশি, হোয়াইট হাউস থেকে আরও জানানো হয়েছে যে, দু-এক সপ্তাহের মধ্যেই আরও কয়েক ডজন দেশের ওপর শুল্ক আরোপ করা হবে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন এর আগেও মেক্সিকোর ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়ে ৯০ দিন তা স্থগিত রেখেছিল, একটি নতুন বাণিজ্য চুক্তির উদ্দেশ্যে।
এদিকে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, নতুন এই শুল্ক বৃদ্ধির ফলে আমদানি পণ্যের দাম বাড়বে, যার পরিণতিতে সাধারণ ক্রেতাদের ওপর অর্থনৈতিক চাপ বাড়তে পারে।
বিডি প্রতিদিন/আশিক