মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে রুশ জনগণের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, অন্যদিকে ইউক্রেন সংঘাত নিষ্পত্তির জন্য রাশিয়াকে মাত্র ১০ থেকে ১২ দিনের সময় বেঁধে দিয়ে আরও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে স্কটল্যান্ডের টার্নবেরিতে এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প বলেন, আমি সবসময় [রুশ প্রেসিডেন্ট] ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছি। রাশিয়া একটি ধনী দেশ, যাদের সম্ভাবনা বিশাল। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
তবে তিনি স্পষ্ট করে বলেন, আমি রাশিয়াকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলতে চাই না, আমি রুশ জনগণকে ভালোবাসি।
ইউক্রেন সংঘাতের শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করে ট্রাম্প অভিযোগ করেন, রাশিয়া এখনও ইউক্রেনের শহরগুলিতে হামলা চালাচ্ছে। ট্রাম্প দাবি করেন, পুতিনের সঙ্গে তার সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ কথাবার্তাও ফলপ্রসূ হয়নি।
সংঘাত বন্ধে আগের সময়সীমা সেপ্টেম্বরের শুরুতে শেষ হওয়ার কথা থাকলেও, ট্রাম্প এখন তা কমিয়ে এনেছেন মাত্র ১০ থেকে ১২ দিনে। তিনি জানান, এই সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল