পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাঘ শুধু প্রাণী নয়, আমাদের অহংকার। বাঘ সংরক্ষণে চোরা শিকারিদের কোনো ছাড় নয়, এদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে সর্বশক্তি প্রয়োগ করতে হবে। বিশ্ব বাঘ দিবস-২০২৫ উপলক্ষে গতকাল ঢাকার আগারগাঁওয়ের বন ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাঘ সংরক্ষণের সুফল জনগণের সামনে দৃশ্যমান করতে হবে। বাঘ বাংলাদেশের গর্ব ও জাতিসত্তার প্রতীক। যেমন আমরা সুন্দরবন নিয়ে গর্ব করি, তেমনই গর্ব করি রয়েল বেঙ্গল টাইগার নিয়েও। বাঘের মৃত্যু ও পাচারের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। মানুষ-বাঘ দ্বন্দ্বও বেড়েছে। এজন্য সুন্দরবন সংলগ্ন এলাকায় সামাজিক সুরক্ষাবলয় গড়ে তোলার চিন্তাভাবনা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। এতে সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
আলোচনায় অংশ নেন দেশ-বিদেশের বিশিষ্ট পরিবেশবিদ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।