রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার একটি ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষ করে সিরিয়া ও ইরান-ইসরায়েল উত্তেজনার নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ নিয়েই মূলত দুই নেতা কথা বলেন। পুতিন জোর দিয়ে বলেন, সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত জরুরি।
রাশিয়া এই অঞ্চলে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং ইসরায়েল-ইরান দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান পুতিন। তিনি বলেন, ইরানি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা সম্ভাব্য সব রকম সহযোগিতা করতে প্রস্তুত।
গত বছর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর ইসরায়েল গোলান মালভূমির বাইরে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। ইসরায়েলের দাবি, তাদের সীমান্তের কাছে শত্রু শক্তি যাতে প্রভাব বিস্তার করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
এদিকে, চলতি মাসের শুরুতে ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর একাধিক বিমান হামলা চালায়। ইসরায়েল দাবি করে, দক্ষিণ সিরিয়ায় দ্রুজ সংখ্যালঘুদের রক্ষার জন্যই এই হামলা চালানো হয়।
পরবর্তীতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমদ আল-শারা মার্কিন মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হন।
ক্রেমলিন আরও জানিয়েছে, পুতিন ও নেতানিয়াহু ভবিষ্যতেও দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছেন।
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল