ভারতের ওড়িশার কালিঙ্গা ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির (কেআইআইটি) হোস্টেল থেকে এবার এক নেপালি নারী শিক্ষার্থীর (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১ মে তার মরদেহ উদ্ধার করা হয়।
এই শিক্ষার্থী স্নাতক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে পড়তেন। তিনি নেপালের বীরগঞ্জ এলাকার বাসিন্দা। তার পরীক্ষার পর আগামী ১৮ মে বাড়ি ফেরার কথা ছিল বলে জানা গেছে। গত বছর পড়াশোনার জন্য তিনি ভারত এসেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে।
গত শুক্রবার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এ শিক্ষার্থীর মৃত্যুর তদন্ত করতে ওড়িশা পুলিশ তার চ্যাট, মোবাইল ফোন এবং ল্যাপটপে তথ্য আদান-প্রদান বিশ্লেষণ করবে। এক্ষেত্রে সব দৃষ্টিকোণেই তদন্ত করা হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ কঠিন সময়ে আমরা শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ওড়িশা রাজ্য সরকার মৃতের পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বর্তমানে ওড়িশা পুলিশ একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।
এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। আমরা ওই শিক্ষার্থীর বাবা-মায়ের সঙ্গে কথা বলব। শুক্রবার সন্ধ্যায় কেআইআইটিতে মরদেহ নিতে এসে তার বাবা বলেন, আমি মেয়ের সঙ্গে বিকেল ৩টায় কথা বলেছিলাম। তখন তাকে সুস্থ মনে হয়েছে আমার। পরে রাত ৮টায় মেয়ের মৃত্যুর খবর পাই।
এদিকে নেপাল সরকার এ মৃত্যুর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ওড়িশার কালিঙ্গা ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এক নেপালি ছাত্রীর মরদেহ তার হোস্টেলের কক্ষে পাওয়া যাওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ভারত এবং ওড়িশা সরকারের সঙ্গে আমাদের আলোচনা চলছে।
এর আগেও, এ ক্যাম্পাসে ২০ বছর বয়সি এক নেপালি ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছিল। মানবাধিকার কমিশন (এনএইচআরসি) আগের আত্মহত্যার ঘটনার সঙ্গে বর্তমান ঘটনার সম্পর্ক আছে কি না খতিয়ে দেখতে বলেছে। তারা শুক্রবার সন্ধ্যায় এ আত্মহত্যার মামলার বিষয়ে ওড়িশার মুখ্য সচিব এবং পুলিশ মহাপরিচালককে একটি নোটিশ জারি করেছে, তাদের মামলাটি তদন্ত করতে এবং ৯ মে-এর মধ্যে একটি পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) শুক্রবার কেআইআইটি বিশ্ববিদ্যালয়ে পরপর দুই ছাত্রী আত্মহত্যার তদন্তের জন্য একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছে।
বিডি-প্রতিদিন/শআ