শিরোনাম
- হাতির পিঠে চড়িয়ে কলেজ অধ্যক্ষকে রাজকীয় বিদায়
- পিআর পদ্ধতিতে ফ্যাসিস্ট সরকার তৈরি হতে পারে : সালাহউদ্দিন
- ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বানাল ভারত
- রঙ তুলির আঁচড়ে রঙিন দেবী মহামায়া, প্রস্তুত রাঙামাটি
- সীমাহীন দুর্ভোগে চরঘাসিয়ার ৫ হাজার মানুষ
- নেত্রকোনায় ১০২ বোতল ভারতীয় মদসহ কারবারি আটক
- খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
- যশোরে মাছের ঘেরের পাশে উদ্ধার রক্তাক্ত মরদেহ
- আর্সেনিক প্রয়োগে শত শত পুরুষকে হত্যা করেছিল তাদের স্ত্রীরা
- সাইফুল আলমসহ তিনজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
- ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় খাদ্যে বিষক্রিয়ায় ১,০০০ শিক্ষার্থী অসুস্থ
- শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি : ডা. জাহিদ
- চট্টগ্রাম থেকে ফ্রান্সে যাচ্ছে ১,৫০০ কেজি মুড়ি
- পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে
- ফেব্রুয়ারিতেই নির্বাচন, প্রধান উপদেষ্টাও সহযোগিতা করছেন : ফখরুল
- 'তরকারী নষ্ট হওয়ায়' স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
- ফিফার ভাবনায় ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন
- গোপালগঞ্জে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা
- জয়পুরহাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
- ইতালিতে বাংলাদেশি তরুণের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার
ভিটামিন সি বেশি খেলে কিডনিতে পাথর হয়?
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
সন্তান শুধুই দুধেভাতে থাকবে না, সুস্থও থাকবে আজীবন, এটাই সব মায়ের স্বপ্ন।
আর ইন্টারনেটের কল্যাণে ভিটামিন সি-এর গুণাগুণ প্রায় সব আধুনিক মায়েরই জানা। শরীরে ভিটামিন সি সঠিক মাত্রায় থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। হাড় ভালো থাকে। ঝলমলে থাকে চুল-ত্বক। দ্রুত ক্ষত সারে।
তাই অনেকেই বাচ্চাকে প্রচুর ভিটামিন সি খাওয়ান। বড়রাও ওষুধ বা সাপ্লিমেন্ট হিসেবে প্রচুর খেতে শুরু করেন ডাক্তারি পরামর্শ না নিয়েই। যদিও একজন পূর্ণবয়স্ক ৬৫ থেকে ৯০ মিলিগ্রাম ভিটামিন সি খেতে পারেন রোজ। তার বেশি খেলেই ডায়রিয়া, বমি, অম্বল, কমজোরি লিভার-হার্ট এমনকি কিডনিতে পাথরের মতো জটিল সমস্যা দেখা দেয়!
তাই বেশি সুস্থ থাকতে বা রাখতে গিয়ে অকারণ অসুস্থতা ডেকে আনবেন না। কারণ, অতিরিক্ত কোনও কিছুই ভালো নয়। তাই কীভাবে ভিটামিন সি খাবেন আর বেশি খেলে কী হতে পারে--- জেনে নিন।
ভিটামিন সি বেশি খেলে পাথর হয় কিডনিতে?
চিকিৎসকদের মতে, ডায়রিয়া, বমিভাব, অম্বল থেকে গলা-বুক জ্বলা, মাথাব্যথা, অনিদ্রাতেও ভুগতে পারেন বেশি ভিটামিন সি খেলে।
১. হজমের সমস্যা
বেশি ভিটামিন সি সাপ্লিমেন্ট খেলে হজমের সমস্যা হতে পারে। দিনে ২ হাজার মিলিগ্রামের বেশি ভিটামিন সি খেলে তাই ডায়রিয়া, বমি, অম্বল হতে পারে।
২. আয়রনের মাত্রা বাড়ে
ভিটামিন সি আয়রনের খুব ভালো শোষক। তাই বেশি ভিটামিন সি খাওয়া মানেই শরীরে আয়রনের আধিক্য। এতে লিভার, হৃদয়, প্যানক্রিয়াস, থাইরয়েড ক্ষতিগ্রস্ত হয়। চাপ পড়ে স্নায়ুতন্ত্রেও।
৩. ভিটামিন সি কিন্তু জমে না
ভিটামিন সি রক্তে মেশে না। ফলে, শরীরের কোষে জমে না। তাই বাড়তি ভিটামিন ইউপিনের আকারে বেরিয়ে যায় শরীর থেকে। অতিরিক্ত খেলে হজমের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকে।
৪. কিডনিতে পাথর
রক্তে মেশে না বলেই অতিরিক্ত ভিটামিন সি পাথর হয়ে অনেক সময়ই জমা হয় কিডনিতে। এতে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থেকে যায়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি খান। অবশ্যই মাপ মেনে।
কীভাবে ভিটামিন সি খাবেন?
ফল, খাবারের মাধ্যমে ভিটামিন সি খেলে তা ক্ষতি করে না শরীরের। ওষুধ বা সাপ্লিমেন্ট হিসেবে খেলে ক্ষতিকর তা। তাই বেছে নিন এই ফল, সবজি---
• লেবু
• কমলালেবু
• স্ট্রবেরি
• কিউই
• ব্রক্কোলি
• ব্রাশেল স্প্রাউটস
• ফুলকপি
• সবুজ, লাল বেল পেপারস
• পালং শাক, সবুজ পাতাওয়ালা সবজি
• বাঁধাকপি
• শালগম
• টম্যাটো
• পেয়ারা
• আঙুল
সতর্কীকরণ: এই নিবন্ধ অনুসরণের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/কালাম
এই বিভাগের আরও খবর