নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। বর্তমানে আওয়ামী লীগ একটি স্থগিত দল। তাই আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। গতকাল সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইনসে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এনসিপির প্রতীক নিয়ে তিনি বলেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী ইসির তালিকা থেকে প্রতীক নিতে হবে। কিন্তু তালিকায় শাপলা না থাকায় এটি বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন হবে।
পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না তা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এটা রাজনৈতিক দলগুলো মিলেই সিদ্ধান্ত নেবে।
সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে আনোয়ারুল ইসলাম বলেন, সব বাহিনী প্রস্তুত। অতীতের মতো নির্বাচন হওয়ার সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কোনো কর্মকর্তা আগামী নির্বাচনি দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান তিনি।