চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ শিডিউল অনুযায়ী পণ্যবাহী গাড়ির গেট পাসের বাড়তি ফি স্থগিত করেছেন বন্দর কর্তৃপক্ষ। গতকাল বিকালে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানান বন্দর সচিব মো. ওমর ফারুক। বাড়তি ফি স্থগিতের পর গতকাল বিকাল ৫টা থেকে বন্দরে পণ্য পরিবহন ফের শুরু হয়েছে। তবে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির নেতারা।
বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দরে ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, ট্রেইলার চলাচল গতকাল থেকে বন্ধ হয়ে যাওয়ায় আমদানি পণ্য ডেলিভারিও বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে বন্দরের চেয়ারম্যান ও সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহন খাতের বাড়তি ট্যারিফ স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা বন্দর বোর্ডে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব। প্রস্তাব অনুমোদন হয়ে এলে আপনারা জানতে পারবেন কী সিদ্ধান্ত হয়েছে। সেই পর্যন্ত বাড়তি ফি স্থগিত থাকবে। উপস্থিত শ্রমিক ও মালিক প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন-তারা কাজে ফিরে যাবেন।’ এ ব্যাপারে আন্তজেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতা ও বিভাগীয় পণ্য পরিবহন ফেডারেশনের বন্দরবিষয়ক সম্পাদক মো. শামসুজ্জামান সুমন জানান, বন্দর চেয়ারম্যানের আশ্বাস অনুযায়ী আপাতত ২৩০ টাকার ফি দিতে হবে না। আগের মতো ৫৭ টাকা ৫০ পয়সা ফিতে গেট পাস পাওয়া যাবে। এই আশ্বাস অনুযায়ী বিকাল ৫টা থেকে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান কার্যক্রম শুরু হয়েছে। তবে স্থগিতের বিষয়টি লিখিতভাবে জানানোর দাবি আছে অনেকের। উল্লেখ্য, দেশের প্রধান সমুদ্রবন্দরে নতুন ট্যারিফ শিডিউলে পণ্যবাহী গাড়ির গেট পাসের ফি বৃদ্ধির ঘটনায় কয়েক দিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছিল। প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা ১৪ অক্টোবর রাত থেকে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছিলেন। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে আন্তজেলা ট্রাক মালিক সমিতিও। এ ছাড়া সিঅ্যান্ডএফ এজেন্টরা গতকাল থেকে প্রতিদিন ৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন। এ বিষয়ে চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বলেন, ‘নতুন ট্যারিফ শিডিউলে সিঅ্যান্ডএফ এজেন্টদের জন্য যে বাড়তি ফি নির্ধারণ করা হয়েছে তা প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। গতকাল ৪ ঘণ্টার কর্মবিরতি ছিল। আজও চলবে। পরবর্তী কর্মসূচি সদস্যদের সঙ্গে আলোচনার পর জানানো হবে।’