জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে পরিবর্তন শুরু করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল দেশের ছয় জেলায় পুরোনো জেলা প্রশাসক (ডিসি) এবং সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। ছয় ডিসির মধ্যে তিন জেলার ডিসিকে অন্য তিন জেলায় বদলি করা হয়েছে। আর তিনটি জেলায় তিনজন উপসচিবকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সাত জেলায় নতুন পুলিশ সুপারসহ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে সামনে আরও পরিবর্তন করা হবে।
বিগত সরকার নির্বাচনের কয়েক মাস আগে অনেক জেলায় ডিসি পদে পরিবর্তন এনেছিল। গত বছর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আগের ডিসিদের প্রত্যাহার করে পর্যায়ক্রমে সব জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, ২৪তম বিসিএসের কর্মকর্তাদের প্রত্যাহার করে সেখানে নতুন ডিসি নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে। একই সঙ্গে আরও কিছু জেলায় পরিবর্তন আসতে পারে। গতকাল নিয়োগ পাওয়া ডিসিরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর পটুয়াখালীর ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। কুষ্টিয়ার ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে কুড়িগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। মেহেরপুরে নতুন ডিসি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবদুল ছালামকে। এ ছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নেত্রকোনার ডিসি বনানী বিশ্বাসকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে ন্যস্ত করা হয়েছে। খুলনার ডিসি সাইফুল ইসলামকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী- বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন বরগুনা জেলার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলকে পুলিশ সদর দপ্তরের এআইজি, শিল্পাঞ্চল পুলিশের মোহাম্মদ আল মামুনকে বরগুনায়, পিবিআই পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে বাগেরহাট, বাগেরহাটের মো. তৌহিদুল আরিফকে সিআইডি, নরসিংদী পুলিশ সুপার মো. আবদুল হান্নানকে বরিশাল মহানগর পুলিশ, পুলিশ সদর দপ্তরের এআইজি মেনহাজুল আলমকে নরসিংদী, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমারকে সিআইডি, ডিএমপির ডিসি মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার করা হয়েছে। এ ছাড়া মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানমকে ওএসডি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই আদেশে ডিএমপির ডিসি মোহাম্মদ মনজুর আলমকে মেহেরপুরের পুলিশ সুপার করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে সিআইডি, এসবির মো. রবিউল ইসলামকে নড়াইল, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনকে শিল্পাঞ্চল পুলিশে ও হাইওয়ে পুলিশের এসপি মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়াও পৃথক প্রজ্ঞাপনে চলতি দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, চলতি দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        