বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের ১১৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্টের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 
ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্টের (ভারপ্রাপ্ত) যুব প্রধান ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহিন। যুব স্বেচ্ছাসেবক রূপম সূত্রধরের সঞ্চালনায় সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইউনিটের সেক্রেটারি মো. মিজানুর রহমান। 
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ-যুব প্রধান-২ আশিকুল ইসলাম রিমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য উম্মে সালমা, আশরাফুল ইসলাম বাবু, শাহ আলম পালোয়ান, ইউনিটের সাবেক যুব প্রধান মাসুকুল ইসলাম মাসুক, আনিসুল ইসলাম আনিস, মো. সালাহ উদ্দিন ভুইঁয়া, ফয়সাল উদ্দিন ভুইঁয়া, সাহিদুল ইসলাম অপু ও ইউনিট লেভেল অফিসার হায়দার আলী প্রমুখ।
বক্তারা জিন হেনরি ডুনান্টের মানবতাবাদী কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার অনুপ্রেরণায় গড়ে ওঠা রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলন আজ বিশ্বব্যাপী মানবতার সেবায় নিয়োজিত। তার ত্যাগ ও আদর্শ যুবসমাজের জন্য প্রেরণার উৎস।
আলোচনা সভায় বক্তারা রেডক্রিসেন্টের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবকল্যাণে স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কেএইচটি
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        