ফের ব্যাটিং ব্যর্থতা। ফের হারের শঙ্কায় টাইগাররা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে (এসসিজি) তৃতীয় দিন শেষে টেস্টের যে চিত্র, তাতে আর একটি ইনিংস হারের চক্করে পড়েছে নাজমুল বাহিনী। ২১১ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নেমে নাজমুলরা গতকাল পার করেছেন ৬ উইকেটে ১১৫ রান তুলে। হাতে ৪ উইকেট এবং ৯৬ রানে পিছিয়ে আজ চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। ম্যাচের চিত্র যে সমীকরণ, তাতে আরও একটি ইনিংস হারের পথে হাঁটছেন নাজমুলরা। অপরাজিত থাকা লিটন দাস যদি ব্যাটিংয়ে মিরাকল কিছু করেন, তাহলে হয়তো ইনিংস হার এড়াতে পারবে টাইগাররা। অবশ্য বৃষ্টিও বাঁচাতে পারে নাজমুল বাহিনীকে। এজন্য টানা দুই দিন বৃষ্টি ঝরতে হবে! প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে স্বাগতিক শ্রীলঙ্কার প্রথম ইনিংসে সংগ্রহ ৪৫৮। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। গলে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। আগের দিনের ২ উইকেটে ২৯০ রান নিয়ে খেলতে নেমে আরও ১৬৮ রান যোগ করে স্বাগতিকরা। ১৪৬ রানে অপরাজিত থাকা পাথুম নিশাঙ্কা আউট হন ১৫৮ রানে। শেষ দিকে কুশল মেন্ডিস ৮৪ রান করেন। এসসিজির ব্যাটিং উইকেটে দারুণ বোলিং করেছেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম। ৫৫ টেস্ট ক্যারিয়ারে ১৭ বার বা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন ইনিংসে। দেশের বাইরে পঞ্চমবার ‘ফাইফার’ নিয়ে স্পর্শ করেন আরেক বাঁ হাতি স্পিনার সাকিব আল হাসানকে। গলে দুর্দান্ত বোলিং করে অফ স্পিনার নাঈম হাসান ৬ উইকেট নিয়েছিলেন। এবার ৩ উইকেট নেন। উইকেট নিতে ব্যর্থ হন মেহেদি হাসান মিরাজ। পেসার নাহিদ রানা ১ উইকেট নেন। ২১১ রানে ব্যাটিংয়ে নেমে ফের ব্যর্থ হন এনামুল হক বিজয়। সিরিজের আগের তিন ইনিংসে ০, ৪ ও ০ রান করেছিলেন। টেস্ট ক্যারিয়ার বাঁচিয়ে রাখতে বড় ইনিংস খেলা খুবই দরকার ছিল বিজয়ের। ভালোই খেলছিলেন এনামুল। কিন্তু এবারও ব্যর্থ হন বড় ইনিংস খেলতে। ব্যক্তিগত ১৯ রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার সাদমান ইসলাম আউট হন ১২ রানে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কোনো উল্লেখ করার মতো জুটি নেই। প্রথম ইনিংসে সর্বোচ্চ ৬৭ রানের জুটি গড়েছিলেন মুশফিকুর রহিম-লিটন দাস। এবারও দুজনে একই জুটিতে ৩০ রান যোগ করেন।
শিরোনাম
- অ্যাম্বুলেন্স আটকে রাখলো চালক সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু
- আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- 'প্রিজন সেলে অবহেলায় আল্লামা সাঈদীর মৃত্যু হয়'
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
- লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর সারুলিয়া থেকে উদ্ধার
- জামিনে কারামুক্ত শমী কায়সার
- ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু
- ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
- জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- ভারত, আওয়ামী লীগ, জামায়াত— দেশের মূল শত্রু: মুক্তিযোদ্ধা দল
- নতুন বিশেষ ভিসা চালু করছে চীন
- মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের
- ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল
- আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- কুয়েতে ভেজাল মদ পানে মৃত বেড়ে ১৩
- মনির হায়দারের নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৫০ শতাংশ
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নীল নদ থেকে ফোরাত : আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন
- বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের