ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন অব্যাহত রয়েছে। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, সুন্দরবনের নদীপথ দিয়ে ৭৮ জন ভারতীয় নাগরিককে শুক্রবার বিকালের দিকে বাংলাদেশে পুশইন করা হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী মান্দারবাড়িয়া এলাকার নদীপথ দিয়ে তাদের বাংলাদেশে পুশইন (ঠেলে দেওয়া) করা হয় বলে জানিয়েছে বন বিভাগ। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারী এ বি এম হাবিবুল ইসলাম বলেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়িয়া এলাকায় অনুপ্রবেশ করা ৭৮ জন ভারতীয় নাগরিককে মান্দারবাড়িয়া টহল ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আরও কিছু ভারতীয় নাগরিককে বিএসএফ বনের ভিতর রেখে গেছে। বিজিবি ও কোস্টগার্ডকে অনুপ্রবেশকারীদের বিষয়ে জানানো হয়েছে। এদিকে অব্যাহত পুশইনের ঘটনায় সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।
সিলেট থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সিলেটের ওপারে ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলায় বিএসএফ রাত্রিকালীন কারফিউ জারি করায় বিজিবিও নজরদারি বাড়িয়েছে। অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবি এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, বাংলাদেশ থেকে কেউ যাতে ভারতে অনুপ্রবেশ করতে না পারে কিংবা ভারত থেকে পুশব্যাক করা না যায়- সেজন্য বিজিবি নজরদারি বাড়িয়েছে। চোরাচালান ঠেকাতেও বিজিবি সতর্ক রয়েছে। সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে সচেতন করার কাজও করছে বিজিবি।
জানা যায়, গত বৃহস্পতিবার সিলেটের সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের তিন জেলা- পূর্ব জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জৈন্তিয়া হিলসের জেলা প্রশাসন রাত্রিকালীন কারফিউ জারি করে। রাতে সীমান্ত এলাকায় জনসাধারণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ আদেশের ব্যাপারে সিলেটের জেলা প্রশাসনকেও অবগত করা হয়। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, ভারতীয় নাগরিকদের সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে বাংলাদেশে পুশইনের ঘটনার প্রেক্ষাপটে ভারতসংলগ্ন মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) সূত্রে জানা গেছে, জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাজুড়ে বিস্তৃত ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তে বিজিবি সর্বদা সজাগ থেকে টহল জোরদার করেছে। সীমান্তে আগের চেয়ে এখন আরও বেশি সংখ্যক সদস্য মোতায়েন রাখা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত রক্ষাকারী বাহিনী ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি সন্দেহজনক চলাচল নজরদারির আওতায় আনা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
সুন্দরবনের চরে পুশইন করাদের খাবার ও ওষুধ দিয়েছে কোস্টগার্ড : বাগেরহাট প্রতিনিধি জানান, মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করা ৭৮ জনকে শনিবার দুপুরে খাবার, পানি ও ওষুধ দিয়েছে। বিএসএফ সুন্দরবনের মান্দারবাড়িয়ার চরে পুশইন করার খবর পেয়ে শনিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সেখানে পৌঁছে প্রথমে তাদের খাবার, পানি ও ওষুধ দেয়। পরে পুশইন করা ৭৮ জনের নাম-পরিচয় যাচাই শুরু করে কতজন বাংলাদেশি বা ভারতীয় তা শনাক্তের কাজ করছে কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা কোস্টগার্ডের জোনাল কমান্ডার মেহেদী হাসান। তিনি জানান, পুশইনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কোস্টগার্ড সতর্ক নজরদারিসহ কঠোর অবস্থানে রয়েছে।
ভারতে আটক ৯ জনকে বিরল সীমান্তে হস্তান্তর : দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পর আবার দেশে ফিরে আসার সময় ৯ জন বাংলাদেশিকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে শুক্রবার রাত ৭টার দিকে আটকদের পুলিশের কাছে সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আটকদের গতকাল আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছবুর।