জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতীয় সামরিক অভিযান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের ধকল বিশ্ব সইতে পারবে না। এর আগে গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে মুখপাত্রের মাধ্যমে মহাসচিব প্রদত্ত নোটে উভয় রাষ্ট্রকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বানও জানান। আগের দিন সোমবার মহাসচিব গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সতর্কতা উচ্চারণ করেছিলেন যে, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা চরমে উঠেছে। মহাসচিব উভয় সরকারকে উত্তেজনা হ্রাসে কূটনৈতিক তৎপরতাকে উৎসাহিত করে বলেছিলেন, সামরিক অভিযান কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। সে সময় মহাসচিব গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৬ বেসামরিক নাগরিককে হত্যা ও বেশ কিছু মানুষকে আহত করার নিন্দা জানিয়েছিলেন।