গাজায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। এতে গতকাল আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নারী-শিশু নিহত বহু আহত হয়েছেন। সূত্র : আলজাজিরা।
সর্বশেষ খবরে বলা হয়য়, উপত্যকাজুড়েই দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। এতে করে গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ৭০০ জনে পৌঁছেছে। দেইর আল-বালাহের পাঁচটি এলাকার বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েল গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ করেছে। সর্বশেষ এই হামলার ফলে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। প্রাপ্ত খবর অনুযায়ী, গাজা শহরের পূর্বে আল-নাখিল স্ট্রিটে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে আট শিশুসহ ১০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহেও ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন এবং গাজা শহরের পূর্বে শুজাইযয়া পাড়া লক্ষ্য করে বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। একই শহরের জেইতুন পাড়ায় আইন জালুত স্কুলের কাছে একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সূত্র জানিয়েছে, উত্তর গাজা উপত্যকার জাবালিয়ার সালাম পাড়ায় কামানের গোলাবর্ষণে আরও চারজন নিহত হয়েছেন।