ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির বাসভবন সুধা সদনসহ তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা জমি-ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়েছে। এসব ব্যাংক হিসাবে প্রায় ৬৩৫ কোটি টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এসব জব্দের আদেশ দেন। গতকাল বেলা ২টায় রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, জব্দের আদেশ হওয়া সম্পত্তির মধ্যে জয় ও পুতুলের নামে থাকা ধানমন্ডিতে ১৬ কাঠা জমিসহ সুধা সদন ও ধানমন্ডি আবাসিক এলাকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের লে আউট প্ল্যানের ০.২৬৪০ একর ভূমির যাবতীয় ইমারত আছে। শেখ রেহানার নামে থাকা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের দুটি দলিলে ৯.৬০ শতাংশ জমি ও রাজধানীর সেগুনবাগিচার ইস্টার্ন ভিলায় ফ্ল্যাটও জব্দ করা হয়েছে। এ ছাড়া রেহানার মেয়ে টিউলিপের নামে গুলশান আবাসিক এলাকায় ইস্টার্ন হারমনি ভবনে একটি ফ্ল্যাট ও রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে গুলশানের নিকেতন এলাকায় এ ব্লকে ০২০১.১ শতাংশ ভূমির ওপর নির্মিত সাত তলা ভবন রয়েছে। আক্তার হোসেন বলেন, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত যাতে করতে না পারেন তাই অনুসন্ধান কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা জব্দের আদেশ দেন। আর তাদের জব্দ হওয়া ব্যাংক হিসাবগুলোতে ৬৩৫ কোটি টাকা সমপরিমাণ নগদ অর্থ রয়েছে। জানা গেছে, জব্দ ব্যাংক হিসাবগুলোর মধ্যে শেখ হাসিনার ১৭টি, আওয়ামী লীগের ছয়টি, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পাঁচটি ব্যাংক হিসাব রয়েছে। এ ছাড়া শেখ রেহানা, সায়মা ওয়াজেদ, শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, সেন্ট্রাল ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), সূচনা ফাউন্ডেশন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্ট, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিকের একাধিক ব্যাংক হিসাব রয়েছে।
ভারতে পলাতক শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা : ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন- শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। গতকাল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।