বাংলাদেশে বিশেষ রাজনৈতিক কাজে যুক্তরাষ্ট্র সরকারের ২৯ মিলিয়ন ডলারের মঞ্জুরি গ্রহণকারী সংস্থা কোনটি, সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ না খুললেও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ২৯ মিলিয়ন ডলারের সে প্রকল্পের বাস্তবায়ন ঘটিয়েছে যুক্তরাষ্ট্রের এনজিও ‘ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল’। সূত্র জানান, ‘স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ (এসপিএল)’ শীর্ষক প্রকল্পটি ২০১৭ সাল থেকে বাস্তবায়ন করেছে ম্যারিল্যান্ডভিত্তিক এ প্রতিষ্ঠানটি। ২৯ মিলিয়ন (২ কোটি ৯০ লাখ) ডলারের এ প্রকল্পের মেয়াদ ছিল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসিস্ট্যান্স ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ইউএসএআইডির অর্থায়নের ২৯ মিলিয়ন ডলারের এসপিএল প্রকল্প ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে শুরু হয় ২০১৭ সালের ২ মার্চ, মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ১ ডিসেম্বর। প্রকল্পের মোট প্রতিশ্রুত অর্থের পরিমাণ ছিল ২ কোটি ৯০ লাখ ৬ হাজার ৮৫৫ ডলার। তার মধ্যে ২ কোটি ৮০ লাখ ১৭ ডলার মেয়াদ শেষ হওয়ার আগেই ছাড় হয়। আট বছর মেয়াদের এ প্রকল্পে ২০২৪ সালে ছাড়ের পরিমাণ ছিল ৩৬ লাখ ৩৯ হাজার ১২৭ ডলার। এর আগে ২০২৩ সালে ৩৭ লাখ ৪ হাজার ৫৮৬ ডলার; ২০২২ সালে ৩২ লাখ ৩৮ হাজার ২২ ডলার; ২০২১ সালে ২৯ লাখ ৫০ হাজার ৭৮৪ ডলার; ২০২০ সালে ৩৩ লাখ ৭৩ হাজার ৬৮১ ডলার; ২০১৯ সালে ৬৭ লাখ ৩৭ হাজার ৩০ ডলার; ২০১৮ সালে ৩৫ লাখ ৬৩ হাজার ৮৪৭ ডলার এবং ২০১৭ সালে ৭ লাখ ৯২ হাজার ৯৪০ ডলার ছাড় হয়।