‘জাতীয় বাজেট জনগণের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, ভঙ্গুর অর্থনীতির প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। যারা লুটপাট করেছে তাদের বিচার এখনো হয়নি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করতে হবে। শিল্প খাতের উন্নয়ন হলেই অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এর কোনো বিকল্প নেই। আগামী বাজেটে ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে সেমিনারে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবদুল মজিদ, বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম হায়দার, এনবিআর-এর সাবেক সদস্য পারসা বেগম ও নাসির উদ্দিন, বারভিডার চেয়ারম্যান আবদুল হক, বাংলাদেশ ঔষধশিল্প সমিতির সভাপতি মো. মফিজুর রহমান ও আইবিডব্লিউএফের সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজিম।