ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে দুই বছর ধরে বাংলা শিখছেন জাপানের নজোমি সুগিমোতো। বর্তমানে প্রতিষ্ঠানটিতে বাংলা ভাষার প্রি-ইন্টারমিডিয়েট কোর্সের শিক্ষার্থী তিনি। এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বাংলা ভাষা শেখার প্রতি তাঁর উৎসাহ ও ভাষা শিখতে এসে অভিজ্ঞতার কথা জানান।
নজোমি সুগিমোতো বলেন, ‘প্রায় দুই বছর হবে আমি বাংলা শিখছি। বাংলা শিখতে আমার অনেক ভালো লাগে। বাংলা আর জাপানি ভাষা অনেকটা কাছাকাছি মনে হয়।’ তিনি বলেন, বাংলা ভাষা অনেক সুন্দর, অনেক ভালো। আমি বাংলা ভাষা শেখা চালিয়ে যেতে চাই, যাতে বাঙালির সঙ্গে কথোপকথন উপভোগ করতে পারি।’ বাংলাদেশের জীবনযাপন নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে বসবাসের ক্ষেত্রে আমার যে বিষয়গুলো ভালো লাগে তার মধ্যে একটি হলো, প্রায় সব জায়গায়ই চায়ের দোকান আছে। সেখানে বসে শুধু চা উপভোগ করা নয়, বাংলাদেশিদের আড্ডা শোনাও মজাদার এবং শিক্ষণীয় বিষয়ও মেলে। বাংলাদেশে আসার পর যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হলো, এখানকার মানুষের উদ্যমীভাবে জীবনযাপন, তাদের আতিথেয়তা। তাদের নানা রঙের পোশাকও খুব সুন্দর। বিশেষ দিনে নির্দিষ্ট রঙের পোশাক পরা লোকেদের দেখতে আকর্ষণীয় লাগে। এ সবকিছুই আমার স্মৃতি ও অভিজ্ঞতার পাতায় সংযুক্ত হচ্ছে, যা আমি কখনোই ভুলতে পারব না।’