বাণিজ্য ঘাটতি কমাতে আরও ১০০ পণ্য শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে যে চিঠি দেওয়া হয়েছে তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেছেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে- বাণিজ্য ঘাটতি কমানো। আমরা ওটার ওপরই কাজ করছি।
গতকাল সচিবালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রকে যে চিঠি দেওয়া হয়েছে, তার কোনো সাড়া পাওয়া গেছে কি না জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘না, আমরা এখনো কোনো রেসপন্স পাইনি।’