ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ছাড়া ঘটনার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য।
সিলেট : সিলেটে ইসরায়েলবিরোধী বিক্ষোভ মিছিল থেকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ ও অনলাইনে লুট হওয়া জুতা বিক্রির বিজ্ঞাপন দেখে সোমবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। হামলা, ভাঙচুর ও লুটপাটকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তিনি।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতম হামলার প্রতিবাদে সোমবার জোহরের নামাজের পর নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল বের করা হয়। এ সময় মিরবক্সটুলায় রয়েল মার্ক হোটেল, কেএফসি, চৌহাট্টায় আলপাইন রেস্টুরেন্ট, তালতলায় পিউরিয়া, আম্বরখানায় ইউনিমার্টে, দরগাগেইট, জিন্দাবাজার, বারুতখানা ও বন্দরবাজারে বাটার শোরুমে হামলা চালানো হয়। হামলাকারীরা রয়েল মার্ক হোটেলের ক্যাশ কাউন্টার থেকে প্রায় দেড় লাখ টাকা এবং বাটার শোরুমগুলো থেকে জুতা লুট করে। হামলা ও লুটের ঘটনায় রয়েল মার্ক হোটেলের ম্যানেজার আবদুল মতিন বাদী হয়ে ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন।
খুলনা : খুলনা নগরীতে কেএফসি রেস্টুরেন্ট, ডমিনোস পিৎজা ও বাটায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাত থেকে গতকাল ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে এদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
গাজীপুর : গাজীপুরে ইসরায়েলবিরোধী বিক্ষোভের সময় বাটাসহ বিভিন্ন বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ : শহরের নিতাইগঞ্জ এলাকার কোকাকোলা কোম্পানির পরিবেশকের গোডাউনে গিয়ে সব ধরনের কোমল পানীয় ধ্বংসের হুমকি প্রদান ও হামলার চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে পুলিশ।