নারী বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিচ্ছে ছয় দল। বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। ছয় দলের বাছাই পর্ব অথচ ফাইনাল নেই। নারী বিশ্বকাপের বাছাই পর্ব আজ শুরু। আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টের ১৫টি খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। বাছাই পর্বের সূচনা দিনে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। বাংলাদেশ খেলবে আগামীকাল। প্রতিপক্ষ থাইল্যান্ড। নিগার সুলতানা, ফারজানা হক পিংকি, মারুফা আক্তার, সোবহানা মুস্তারিরা মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালাই করে নিয়েছেন দুটি প্রস্তুতি ম্যাচ খেলে। নিগাররা প্রথম প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটে হারিয়েছেন স্কটল্যান্ডকে। গতকাল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৬৭ রানের আকাশসম ব্যবধানে হারিয়েছেন পাকিস্তানকে। প্রথম ব্যাটিংয়ে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ২৭৬ রান করে। ওপেনার ফারজানা আহত হয়ে অবসর নেওয়ার আগে ৫০ রানের ইনিংস খেলেন ৮৫ বলে ৫ চারে। আরেক ওপেনার ইশমা তানজিম ১৯ রান করেন। অধিনায়ক নিগার সুরতানা ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৭০ রান করেন ৭২ বলে ৯ চার ও ১ ছক্কায়। শেষ দিকে দিলারা আক্তার ২৯ রান করেন। তবে ১১ নম্বরে আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে পাকিস্তানের বোলারদের নাভিশ্বাস তোলেন জান্নাতুল ফেরদৌস। ৩৪ বলে ৮ চারে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জান্নাতুল। ২৭৭ রানের পর্বতসমান টার্গেট ছুড়ে স্বাগতিক পাকিস্তানকে ৩৯.১ ওভারে ১০৯ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। নিগার বাহিনীর পক্ষে ২টি করে উইকেট নেন মারুফা, রাবেয়া খান, ফাহিমা খাতুন। নারী বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ অন্যতম ফেবারিট। নিগার বাহিনী চূড়ান্ত পর্বে খেলতে পারেনি নিউজিল্যান্ডের সঙ্গে রানরেটে পিছিয়ে। ভারতের মাটিতে আট দলের বিশ্বকাপের চূড়ান্ত পর্ব সেপ্টেম্বর-অক্টোবরে। ইতোমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে রয়েছে।