‘অপারেশন সিঁদুর’ চলচ্চিত্রের পরিচালনার পর ভারতের সেনাবাহিনীর প্রশংসায় মেতেছে বলিউড। তবে শুধু ছবিতে সেনা চরিত্রে অভিনয় নয়, বাস্তব জীবনেও সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলিউডের কিছু তারকা। তাদের সম্পর্কে অনেকেই জানেন না।
নানা পাটেকার—‘ক্রান্তিবীর’, ‘প্রহার’-এর মতো ছবিতে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেতা শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও সেনাবাহিনীতে ছিলেন। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময় তিনি ভারতীয় সেনাবাহিনীতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন।
‘থ্রি ইডিয়টস’-এ সেই অধ্যাপক—মনে আছে যিনি আমির খানের কাছে "মেশিন" শব্দের সংজ্ঞা জানতে চেয়েছিলেন? তার চরিত্রে অভিনয় করেছিলেন অচ্যুত পোতদার। তিনি ছিলেন সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন। সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করার পর তিনি চলচ্চিত্রে আসেন।
আনন্দ বক্সি—বলিউডের প্রখ্যাত গীতিকার, যিনি ‘অমর আকবর অ্যান্টনি’, ‘শোলে’, ‘অমর প্রেম’-এর মতো বহু ছবিতে গান লিখেছেন। সিনেমায় নাম লেখানোর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘদিন চাকরি করেছিলেন।
ভারতীয় সিনেমায় সেনাবাহিনীর বীরত্বগাথা বহুবার চিত্রিত হলেও, এই কজন শিল্পী ছিলেন যাঁরা বাস্তবেই সৈনিক ছিলেন এবং পরে সিনেমার মাধ্যমে সেই অভিজ্ঞতা পর্দায় ফুটিয়ে তুলেছেন।
বিডি প্রতিদিন/আশিক