নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। সালমা লোকগান গেয়েই জনপ্রিয়তা পেয়েছেন। গেয়েছেন শাহ আবদুল করিমের গানও। এবার তাঁর ‘আসি বলে গেল বন্ধু আইলো না’ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন সালমা।
গেল ৩ মে গানটি প্রকাশিত হয়েছে স্বাধীন মিউজিকের ইউটিউব চ্যানেলে। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানচিত্রেও অংশ নিয়েছেন সালমা।
সালমা বলেন, ‘এ গানটি আগেও গেয়েছি স্টেজে। এবার নতুন সংগীতায়োজনে গানটি গাইলাম।
আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ এগুলো আমাদের মাটির গান, শিকড়ের গান। নতুন প্রজন্মের কাছে গানগুলো নতুনভাবে উপস্থাপনের ধারাবাহিকতাতেই গানটি করা। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।
বিডি-প্রতিদিন/বাজিত