ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক বিমান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যাওয়া তেহরানে অবস্থিত সুইজারল্যান্ডের দূতাবাস আবারও চালু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রবিবার (৬ জুলাই) সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “দূতাবাসটি ২০ জুন থেকে সাময়িকভাবে বন্ধ ছিল। এখন ধাপে ধাপে কার্যক্রম পুনরায় শুরু হবে।”
সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, রাষ্ট্রদূত নাদিন অলিভিয়েরি লোজানো এবং একটি ছোট প্রতিনিধি দল আজারবাইজান হয়ে সড়কপথে তেহরানে পৌঁছেছেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী রাষ্ট্র হিসেবে ইরানে কাজ করে থাকে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম