বিশ্বব্যাপী খ্যাতিমান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সম্প্রতি জানিয়েছেন, তিনি হিন্দি সিনেমা ও মাতৃভূমি ভারতকে গভীরভাবে মিস করছেন। ২০২৫ সালেই আবার একটি ভারতীয় সিনেমায় ফিরছেন বলেও জানান এই গ্লোবাল আইকন।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি হিন্দি সিনেমা মিস করি এবং ভারতকেও খুব মিস করি। এ বছর আমি ভারতে কাজ করছি, এটা নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। ভারতীয় দর্শকদের কাছ থেকে সবসময়ই অনেক ভালোবাসা পেয়েছি। আশা করি, সেই ভালোবাসা আগামীতেও থাকবে।’
গত মার্চে হোলির দিনে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির আসন্ন সিনেমা এসএসএমবি২৯-এর সেটে প্রিয়াঙ্কাকে দেখা যায়। ইনস্টাগ্রামে রঙিন মুহূর্ত শেয়ার করে তিনি লেখেন—‘এটা আমাদের জন্য একটি কাজের হোলি! সবাইকে শুভ হোলির শুভেচ্ছা।’
রাজামৌলি এ বিষয়ে বলেন, ‘আমরা সিনেমাটির স্ক্রিপ্ট তৈরি করেছি এবং প্রি-প্রোডাকশনের কাজ চলছে। এখনো পুরো কাস্ট চূড়ান্ত হয়নি, শুধু প্রধান চরিত্রে তেলেগু অভিনেতা মহেশ বাবু নিশ্চিত। তিনি দারুণ সুদর্শন। মুক্তির সময় তাঁকে জাপানে নিয়ে আসব।’
এ ছবির খলনায়ক হিসেবে থাকতে পারেন মালায়লাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারণ। তবে সিনেমাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে, প্রিয়াঙ্কা বর্তমানে ব্যস্ত রয়েছেন তার আন্তর্জাতিক সিনেমা ‘হেডস অব স্টেট’-এর প্রচারণায়। পরিচালক ইলিয়া নাইশুলার নির্মিত ছবিটি সম্প্রতি ২ জুলাই প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। এতে তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন জন সিনা, ইদ্রিস এলবা, প্যাডি কনসিডাইন, স্টিফেন রুট, কার্লা গুগিনো, জ্যাক কোয়েড, সারা নাইলস প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক