ফিফা ক্লাব বিশ্বকাপে নিজের প্রথম গোল করেই রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালে তুলেছেন কিলিয়ান এমবাপ্পে। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে দুর্দান্ত সাইড ভলিতে গোল করে দলের জয় নিশ্চিত করেন এই ফরাসি তারকা। তবে জয়ের উল্লাসের মাঝেই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন তিনি। ম্যাচ শেষেই ডোপিং পরীক্ষার জন্য থামতে হয়েছে তাকে।
পেটের সমস্যার কারণে ম্যাচের শুরুতে না খেললেও পরে মাঠে নেমে নিজের চেনা ফর্মেই দেখা দেন এমবাপ্পে। তার শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদ ১-০ ব্যবধানে জয় পায় এবং জায়গা করে নেয় সেমিফাইনালে।
কিন্তু ম্যাচ শেষে যখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা লকার রুম থেকে বাসে উঠে হোটেলের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন দেখা যায় এমবাপ্পে নিখোঁজ। আসলে তাকে ডেকে নেওয়া হয়েছিল ডোপিং পরীক্ষার জন্য।
সাধারণত এই পরীক্ষাগুলো দ্রুত শেষ হয়ে যায়, তবে এমবাপ্পের ক্ষেত্রে তা চলেছে প্রায় এক ঘণ্টা। পুরো সময়টায় তার সতীর্থ ও সাপোর্ট স্টাফরা বাসে অপেক্ষা করেন। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ইতোমধ্যেই ব্যক্তিগত গাড়িতে স্টেডিয়াম ছাড়লেও দলের অন্য সদস্যদের অপেক্ষা করতে হয়।
পরীক্ষা শেষে এমবাপ্পে ক্লাবের কয়েকজন কর্মী ও পুলিশের পাঁচটি গাড়ির প্রহরায় আলাদা একটি গাড়িতে স্টেডিয়াম ছাড়েন।
ডোপ টেস্টের ফলাফল এখনও প্রকাশ পায়নি। তবে এই ঘটনাকে ঘিরে রিয়াল মাদ্রিদ শিবিরে কোনো উদ্বেগ দেখা যায়নি। বরং এমবাপে গোল করে যে জয় এনে দিয়েছেন, সেটাই এখন দলের মূল ফোকাস।
গোল করার পর এমবাপ্পে তা উৎসর্গ করেন সদ্য প্রয়াত ফুটবলার দিয়োগো জোতাকে। গোলের পর আঙুল দিয়ে “২০” দেখিয়ে তিনি সম্মান জানান জোতাকে, যিনি ২০ নম্বর জার্সি পরতেন।
বিডি প্রতিদিন/মুসা