ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌর সদরের ভাঙ্গা ইন্টারচেঞ্জ সংলগ্ন এলাকার প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্রের সামনে রবিবার (৬ জুলাই) বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় হাইভোল্টেজ বৈদ্যুতিক খুঁটি ভেঙে সেখানে বাসটি আটকে যায়। এতে করে অল্পের জন্য বাসটি পানি ভর্তি খাদে পড়া থেকে রক্ষা পায়। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা সকল যাত্রী কমবেশি আহত হয়। এদের মধ্যে ৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহতরা হলো লিয়ন আহমেদ (২৪), সোহাগ (৩৫), আল মামুন (১৯), মিঠুন (২৫)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রোকিবুজ্জামান জানান, একটি বাস ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় আহত ৪ জন যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এএ