রাজধানীর ভাটারা থানা এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে এক তরুণীকে (২২) শ্বাসরোধ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর কথিত স্বামী পালিয়ে গেছেন।
গতকাল শনিবার রাত পোনে ১১টায় ভাটারার খিলবাড়িরটেক এলাকায় ৬ তলা ভবনের চতুর্থ তলার ফ্লাট থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন সজিব।
তিনি জানান, শনিবার রাত পৌনে ১১টায় খিলবাড়িরটেকে ৬ তলা ভবনের চতুর্থ তলার পূর্ব পাশের ফ্লাট থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। গত ৪ জুলাই রাত আনুমানিক ৯টার সময়ে স্বামী স্ত্রী পরিচয়ে তারা রুম ভাড়া নেন। ওই রাতেই তরুণীকে বালিশ চাপায় শ্বাসরোধে হত্যা করে কথিত স্বামী পালিয়ে যান।
পুলিশ নিহতের পরিচয় জানার এবং কথিত স্বামীকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/জুনাইদ