জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারত কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয়। পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধের দাবি ওঠে। এর জেরে কিছু পাকিস্তানি তারকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে বন্ধ হয়ে যায়।
তবে এসব তারকার বহু অনুরাগী রয়েছেন ভারতে। হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর তার ভক্তরা হতাশা প্রকাশ করেন। অনেকেই হার মানতে নারাজ। প্রযুক্তির সহায়তায় ভিপিএন ব্যবহার করে তারা হানিয়ার ইনস্টাগ্রামে প্রবেশ করছেন।
সেখানে তারা লিখছেন, ‘আপনার কথা খুব মনে পড়ছে’, কেউ লিখছেন, ‘আপনাকে দেখতে ভিপিএন নিয়েছি।’
হানিয়ার সারল্য ও সরলতা অনুরাগীদের পছন্দ। খোলামেলাভাবে তিনি ভক্তদের সঙ্গে কথা বলেন। ভারতীয় ভক্তদের এই আবেগঘন বার্তার উত্তরে তিনিও আবেগপ্রবণ হয়ে লেখেন, ‘আমি কিন্তু এবার কেঁদে ফেলব।’
বিডি প্রতিদিন/আশিক