ব্রিটিশ লেখিকা জে. কে. রাওলিং রচিত সাত খণ্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ হলো হ্যারি পটার। কালজয়ী এই কল্পকথা নিয়ে বেশ কয়েকটি সিনেমাও নির্মাণ হয়েছে, যার বিশ্বজুড়ে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে সুখবর হলো, কিশোর জাদুকরকে নিয়ে অ্যাডভেঞ্চারাস সেই কাহিনীগুলো এবার দেখা যাবে নতুন মোড়কে, অর্থাৎ ‘হ্যারি পটার’ আসছে টিভি সিরিজ হয়ে।
বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, আসন্ন ‘হ্যারি পটার’ টিভি সিরিজে অভিনেতাদের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক এইচবিও। যেখানে নিয়মিত চরিত্রে অভিনয় করা নিক ফ্রস্ট, পাপা এসিডু, জ্যানেট ম্যাকটিয়ার এবং পল হোয়াইটহাউস-অভিনয় করবেন।
প্রতিবেদনে আরও জানা গেছে, সিরিজটিতে আলবাস ডাম্বলডোর চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা জন লিথগোকে। প্রফেসর ম্যাকগনাগল চরিত্রে থাকছেন জ্যানেট ম্যাকটিয়ার ও রুবিয়াস হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করবেন নিক ফ্রস্ট। এছাড়া কুইরিনাস কুইরেল চরিত্রে লুক থ্যালন ও আর্গাস ফিলচ চরিত্রে দেখা যাবে পল হোয়াইটহাউজকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ