কুমিল্লায় বাংলা নববর্ষকে বরণ করে নিতে এক ব্যতিক্রমধর্মী আয়োজন করলেন কুমিল্লার ছাদ বাগানিরা।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির উদ্যোগে কুমিল্লা মেমোরিয়াল কিন্ডার গার্টেন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বাগানিরা একে অপরের সঙ্গে বিভিন্ন গাছের চারা বিনিময় করেন।
‘সবুজে থাকুন, সবুজে বাঁচুন’-এই স্লোগানকে ধারণ করে বাগানিরা আয়োজনটিকে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপনের মিলনমেলায় রূপ দেন। তারা সমুদ্রজবার পাতায় পরিবেশবান্ধব উপায়ে পরিবেশনকৃত পিঠা ও মিষ্টি খেয়ে আনন্দ ভাগাভাগি করেন।
বাগানি ফারজানা চৌধুরী বলেন, নববর্ষ উপলক্ষে আমরা বাগানিরা একত্রিত হতে পেরেছি, এতে আমি খুবই খুশি। সমুদ্র জবার পাতায় পিঠা ও মিষ্টি খেয়েছি—এটা আমাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে ধারণ করতে আমরা একত্রিত হয়েছি। গাছের চারা বিনিময়ের মাধ্যমে নববর্ষ উদযাপন সত্যিই অসাধারণ একটি উদ্যোগ।
ড. জেসমিন পারভীন বলেন, সবুজ উপহার দিয়ে সবুজায়নের যে প্রয়াস কুমিল্লার বাগানিরা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি এখানে এসে খুব ভালো লেগেছে। আমি বিরল প্রজাতির কিছু গাছের বীজ ও চারা দিয়েছি। এখানকার বাগানিরা আন্তরিকভাবে গাছের পরিচর্যা করে নগরীকে সবুজ রাখার চেষ্টা করে, যা আমাকে অনুপ্রাণিত করে।
কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. আবু নাঈম বলেন, আমরা প্রতিনিয়ত ম্যালামাইন ও ওয়ান টাইম প্লেটে খাবার খাই, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আজ সমুদ্র জবার পাতায় পিঠা ও মিষ্টি খেয়েছি, যা পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর। আমরা যেহেতু সবুজ নিয়ে কাজ করি, তাই চারা বিনিময়ের মাধ্যমে দেশকে সবুজায়ন করার চেষ্টা করে যাচ্ছি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ