চরিত্রাভিনেত্রী হিসেবে তাঁদের খ্যাতি। এখন এই নামেই তাঁদের পরিচিতি। অথচ চলচ্চিত্রে তাঁদের অভিষেক ঘটেছিল নায়িকা হিসেবে। এই পরিচয়ে তাঁদের জনপ্রিয়তা ছিল তুমুল। কিন্তু একসময় হয়ে যান চরিত্রাভিনেত্রী। এমন কয়েকজন নায়িকার কথা তুলে ধরেছেন - আলাউদ্দীন মাজিদ
সুমিতা দেবী : ১৯৫৭ সালে পরিচালক ফতেহ লোহানি তাঁর ‘আসিয়া’ ছবির নায়িকা নির্বাচন করেন হেনা ভট্টাচার্য নামের হিন্দু তরুণীকে। ফতেহ লোহানি হেনা নাম পরিবর্তন করে রাখেন সুমিতা দেবী। ছবিটি মুক্তি পায় ১৯৬০ সালে। বাংলা চলচ্চিত্রের প্রথম দিকে নায়িকা চরিত্রে অভিনয়ের কারণে তাঁকে বলা হতো ‘ফার্স্ট লেডি’। সুমিতা দেবী ১৯৬৭ সাল থেকে নায়িকা বা কেন্দ্রীয় চরিত্র থেকে চলে যান সহ-অভিনেত্রী বা মা/খালা/ভাবি/বড় বোন চরিত্রগুলোর দিকে।
রোজী আফসারী : রোজীর প্রথম ছবি জিল্লুর রহিমের ‘এই তো জীবন’ (১৯৬৪)। নায়িকা হিসেবেই চিত্রজগতে তাঁর পদার্পণ। এরপর একটানা তিনি এ চরিত্রেই ছবি করে যান। যার মধ্যে উর্দু ছবির সংখ্যা প্রায় ২৫টি। তখন নায়িকা হিসেবে যথেষ্ট সম্ভাবনার স্বাক্ষর রাখেন রোজী। এ দেশের প্রথম রঙিন ছবি ‘সঙ্গম’-এর (১৯৬৪) নায়িকা রোজী। কিন্তু ষাটের দশকেই তিনি চরিত্রাভিনেত্রী বনে যান। যেজন্য এ প্রজন্মের দর্শকরা তাঁকে মা, বোন, ভাবির বাইরে ভাবতে পারেন না।
শর্মিলী আহমেদ : ষাটের দশকে শর্মিলী আহমেদের নায়িকা হিসেবে অভিষেক ঘটে সুভাষ দত্তের ‘আবির্ভাব’ ছবির মাধ্যমে। ছবিতে শর্মিলীর নায়ক ছিলেন আজিম। ছবির আর একটি জুটি ছিলেন রাজ্জাক ও কবরী। সুভাষ দত্ত পরিচালিত ‘আলিঙ্গন’ ছবিরও নায়িকা ছিলেন শর্মিলী। এ ছাড়া শর্মিলী অভিনয় করেছিলেন ‘পাঞ্চি বাওরা’ নামের একটি উর্দু ছবির নায়িকা হিসেবেও। এতে তাঁর নায়ক ছিলেন হায়দার শফি।
আনোয়ারা : ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত শিবলী সাদিক ও সৈয়দ আউয়াল পরিচালিত ‘বালা’ নামের উর্দু ছবিতে নায়িকা হন আনোয়ারা। তখন তাঁর নাম ছিল আনোয়ারা জামাল। তাঁর বিপরীতে নায়ক ছিলেন হায়দার শফি। ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিটি ছিল আনোয়ারার জীবনের টার্নিং পয়েন্ট। ছবিতে তিনি আলেয়া চরিত্রে অভিনয় করেন। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি। নায়িকা থেকে চরিত্রাভিনেত্রী হিসেবে ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দেবদাস’, ‘শুভদা’, ‘সুন্দরী’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘রাধা কৃষ্ণ’ ইত্যাদি তাঁর পুরস্কারজয়ী সিনেমা।
আরও যাঁরা : এ ছাড়া নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন সুলতানা জামান, নাসিমা খান, রওশন আরা, সুচন্দা, সুজাতা, শবনম।