ইনকিলাব, এই বলিউডি দুর্নীতির বিরুদ্ধে নায়কের ইনকিলাব ঘোষণার গল্প সমৃদ্ধ অ্যাকশনধর্মী এ সিনেমাটি মুক্তি পায় ১৯৮৪ সালে। হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র এটি। সিনেমাটিতে অমিতাভ বচ্চন এবং শ্রীদেবী মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এ ছাড়া এতে উৎপল দত্ত, কাদের খান, রঞ্জিত, শক্তি কাপুরের মতো শক্তিমান শিল্পীরা অভিনয় করেছিলেন।
সিনেমাটি প্রযোজনা করেছিলেন এন বীর স্বামী এবং ভি রবিচন্দ্রন। সংগীত পরিচালনা করেছিলেন লক্ষ্মীকান্ত-প্যারেলাল। এর গল্প ছিল এমন- অমরনাথ ওরফে অমর একজন শিক্ষিত যুবক, যে কোনো যোগ্য চাকরি পায়নি কারণ সব পদ তাকে তার নীতিবোধের সঙ্গে আপস করতে বাধ্য করে। ঘটনাচক্রে অমর পুলিশ হতে প্রশিক্ষণ নেন এবং আইপিএস পরীক্ষা সম্পন্ন করে এসিপি হিসেবে নিযুক্ত হন। একসময় অমর দেশে মাথা চাড়া দিয়ে ওঠা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন এবং এমএলএ নির্বাচিত হয়ে দুর্নীতিবাজ মন্ত্রী-এমপির বিরুদ্ধে ইনকিলাব ঘোষণা করেন। একই দিন পার্লামেন্টে এসে দুর্নীতিবাজ মন্ত্রী-এমপি তাদের অপকর্মের খতিয়ান ফাঁস করেন। অমর ভাবেন এদের বাঁচিয়ে রাখলে দেশ ধ্বংস হবে। তাই ব্রাশ ফায়ারে জি হাতে তাদের নিধন করেন। পরে অমরকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যেতে থাকে তখন লাখো জনতা জমায়েত হয়ে অমরের পক্ষে স্লোগান ও তাকে বাহবা দিতে থাকে।