উদ্যোক্তা সৃষ্টি ও স্থানীয় ব্যবসার দক্ষতা বাড়াতে খাগড়াছড়িতে ৫ দিনব্যাপী ‘ইমপ্রুভ ইয়োর বিজনেস (IYB)’ প্রশিক্ষণ শুরু হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার জেলা সদরের হোটেল গাইরিং হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। তিনি বলেন, আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণ স্থানীয় উদ্যোক্তাদের বাস্তব দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।
৫ দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অংশ নেন। তারা ব্যবসা পরিচালনা, বাজার বিশ্লেষণ, লাভ ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ পাচ্ছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল