রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পে সাতটি হলের মধ্যে অন্তত তিনটিতে দৃশ্যমান ফাটল তৈরি হয়েছে। একটি হলের লিফট জরুরি সিস্টেমে বন্ধ হয়ে যায় ও এখনো চালু হয়নি।
এছাড়াও বিশ্ববিদ্যালয়টির সবচেয়ে পুরাতন হল শেরেবাংলা হলে একাধিক ফাটলসহ পলেস্টার খসে পড়ার ঘটনা ঘটেছে। আতঙ্কিত হয়ে হলের ব্যালকনি থেকে লাফ দিয়ে আহত হয়েছেন ছাব্বির আহমেদ নামের এক শিক্ষার্থী।
খোঁজ নিয়ে দেখা যায়, শেরেবাংলা হল ছাড়াও বিজয়-২৪ হলের এ ব্লকের ১০ তলায়, বি ব্লকের ৮ তলায়, নবাব সিরাজউদ্দৌলা হলের বি ব্লকের লিফট এরিয়াতে ও অপরাজিতা-২৪ হলে ফাটল দেখা গেছে। এ ঘটনায় একটি লিফট ভূমিকম্পের সময় ইমার্জেন্সি সিস্টেমে বন্ধ হয়ে যায়, যা এখনও চালু হয়নি।
শিক্ষার্থীরা বলেন, হলগুলোর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে ঝুঁকি আরও বেড়েছে। তারা দ্রুত ভবনের ফিটনেস টেস্ট ও সংস্কারের দাবি জানান।
লিফটের বিষয়ে ইলেকট্রিশিয়ান ফরহাদ হাসান বলেন,‘ভূমিকম্পে লিফট জরুরি সিস্টেমে অফ হয়ে গেছে। আগামীকাল সকালে চালু করার চেষ্টা করা হবে। আজকে যেহেতু অফ ডে তাই আগামী কাল প্রথম আওয়ারের মধ্যে আশা করি লিফটি ঠিক হয়ে যাবে।’
শেকৃবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. আশাবুল হক বলেন, ‘হলগুলো আমরা পরিদর্শনে গিয়েছিলাম। হলগুলোতে ছাত্রদের জন্য কোন রিস্ক ফ্যাক্টর আছে কিনা চিহ্নিত করে এক্সপার্ট ও আমাদের ইঞ্জিনিয়ারের পরামর্শক্রমে পদক্ষেপ নেওয়া হবে।’
বিডি-প্রতিদিন/আশফাক