বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে টানা চার দিন ধরে তিন শিক্ষার্থী অনশন করছেন। বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার যাবেন।
গত ২৬ অক্টোবর প্রথমে এক শিক্ষার্থী অনশন শুরু করেন। পরে আরও দুই শিক্ষার্থী এতে যোগ দেন। অনশনরত শিক্ষার্থীরা হলেন- ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি, সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কেএম মাঈনুল।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা বাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন। কলেজ প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে এবং প্রয়োজনে প্রশাসনিক ভবন ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হবে।
বরিশাল বিএম কলেজে বর্তমানে ২২টি বিভাগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে।
বিডি প্রতিদিন/আরাফাত