সড়ক দুর্ঘটনায় প্রাণহানি লেগেই আছে। রাজধানীসহ বিভিন্ন শহর-বন্দর-মহাসড়কে নিত্যই মৃত্যুর মিছিল দেখে শিহরিত হতে হয়। কিন্তু যানবাহনের মালিক, চালক-শ্রমিক এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের টনক নড়ে না। কারও কোনো হেলদোল নেই। গতকাল এ কাগজে ছাপা এক প্রতিবেদনে ভয়াবহ চিত্র উঠে এলো রাজধানীর গণপরিবহন নিয়ে। সেখানে চরম নৈরাজ্য। লুকিং গ্লাস নেই, জানালা-দরজা-সিগন্যাল লাইট ভাঙা, রং ওঠা বডিতে শতেক ধাক্কা-গুঁতোর ক্ষত। কিন্তু দিব্যি তেমন অনেক বাসই দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন রুটে। সংশ্লিষ্ট বিভাগের তথ্য বলছে, দেশে বর্তমানে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের সংখ্যা ৫ লাখের অধিক। বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি। এর অন্তত ৭০ শতাংশ রাস্তায় চলাচল করছে; যা দেশের পরিবহনব্যবস্থার নিরাপত্তায় বড় সংকটের কারণ। রাজধানীতে লক্কড়ঝক্কড় বাসের আধিক্য দৃষ্টিকটুভাবে লক্ষ করা যাচ্ছে। দেদার চলছে অননুমোদিত পরিবহন। নির্ধারিত সময়ের আগেই ঢুকে পড়ছে ট্রাকের বহর। সব মিলে তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। ভোগান্তি, ঝুঁকি ও সময়ক্ষেপণের ক্ষতি যাত্রীদের। সড়কে যেন নিয়ম ভাঙার মচ্ছব চলছে এবং তা দেখার কেউ নেই। সংবিধিবদ্ধ কিছু নিয়মনীতি ছিল- যানবাহনের ফিটনেস থাকার, রাত ১০টার আগে রাজধানীতে কোনো ট্রাক ঢুকতে না পারার, লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত যান মূল সড়কে না ওঠার। এর কিছু মানা হতো, কিছু অগ্রাহ্য হতো অবৈধ লেনদেনে। গণ অভ্যুত্থানের পর পুলিশ ভাবমূর্তি ও পেশাদারি দৃঢ়তা হারানোয় রামরাজত্ব কায়েম হয়েছে মহানগরে গণপরিবহনের ক্ষেত্রে। নতুন বাংলাদেশে সবাই যেন নিয়ম ভাঙার লাইসেন্স পেয়ে গেছে। তারই মচ্ছব দুর্বিষহ করে তুলেছে নগরবাসীর জীবন। মালিক-শ্রমিক সিন্ডিকেট প্রশাসনকে থোড়াই কেয়ার করে অনিয়মের ছড়ি ঘোরাচ্ছে। এ নৈরাজ্য কিছুতেই চলতে পারে না। ঢাকাসহ সারা দেশের শহর-বন্দর, সড়ক-মহাসড়কে যানবাহন চলাচলে স্বেচ্ছাচারিতা বন্ধ করে শৃঙ্খলা ফেরাতে হবে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ট্রাফিক, হাইওয়ে পুলিশসহ সব সংস্থাকে সক্রিয় হতে হবে। অনিয়ম-অরাজকতার অবসান ঘটাতেই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। তারপরও এ দৌরাত্ম্য চলতে দেওয়ার প্রশ্ন ওঠে না। শক্ত হাতে এর রাশ টানতে হবে। সড়কের শৃঙ্খলা রক্ষাকারীদের পেশাদারি দৃঢ়তায় ঘুরে দাঁড়াতে হবে। না হলে অপচক্রের দৌরাত্ম্য বাড়তেই থাকবে। সেটা কল্যাণকর নয় বলে কাম্যও নয়।
শিরোনাম
- নাটোরে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু
- ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড–কম্বোডিয়া শান্তি চুক্তি সই
- নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক
- হাসিনার স্বজন পরিচয়ে ইউরোপে আশ্রয় চান পলাতক পুলিশ কর্মকর্তা
- বিসিবিকে না, টেস্টে অধিনায়কত্বে ফিরছেন না শান্ত
- বিএনপির ৩১ দফা প্রচারে নওগাঁর গ্রামে গ্রামে উঠান বৈঠক
- বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারদের শ্লীলতাহানি, কী বলছে ভারত?
- ৫ মামলায় জামিন চেয়ে খায়রুল হকের আবেদনের শুনানি দুপুরে
- নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদ
- ‘ডলফিন বাঁচলে নদী বাঁচবে, নদী বাঁচলে মানুষও বাঁচবে’
- গুমের মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান
- চট্টগ্রামের সবুজ উইকেটে কেমন হবে রান?
- সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
- নির্বাচন বানচালে তৎপরতা চালাচ্ছে স্বৈরাচারের প্রেতাত্মারা : ফারুক
- শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধের’ হুঁশিয়ারি পাকিস্তানের
- এশিয়া সফর শুরু ট্রাম্পের
- ফ্রান্সে স্কুলছাত্রী ধর্ষণ-হত্যার দায়ে প্রথম কোনো নারীর যাবজ্জীবন
- ফেসবুকে ভুয়া চাকরির প্রলোভন, নতুন ফাঁদে পড়ছেন ব্যবহারকারীরা
- বৃষ্টিহীন ঢাকায় আজও থাকবে গরমের দাপট
গণপরিবহনে নৈরাজ্য
শক্ত হাতে রাশ টানুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর