আড়ি পাতা নিন্দনীয় অনৈতিক কাজ, অপরাধ। অন্যের ব্যক্তিগত গোপন বিষয় জেনে বা শুনে তাকে বিব্রত করা, বিপদে ফেলার জন্যই দুষ্ট শ্রেণি দরজায় কান পাতে; জানালায় উঁকি দেয়। কানকথা, কুৎসা ছড়িয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে হেনস্তায় ব্যক্তিস্বার্থ হাসিলের মতলব আঁটে। ইসলামের দৃষ্টিতে মানুষের ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যে, তার ওপর নজরদারি নিষিদ্ধ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা কারও গোপনীয় দোষ অনুসন্ধান কর না।’ এ সূত্রে বলা যায়, প্রযুক্তি ব্যবহার করে কারও ফোনে আড়ি পাতাও জায়েজ নয়। দেশের সংবিধানে নাগরিকের ব্যক্তিগত ও অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে গোপনীয়তার অধিকার নিশ্চিত করা হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা মানুষের মৌলিক অধিকার এবং আমানত হিসেবে তা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। অথচ পতিত স্বৈরাচার আমলে তা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের শীর্ষ সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী, এক বছরেই দেড় লাখ ফোনকল রেকর্ড করা হয়। রাজনৈতিক ব্যক্তি বা আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি- এমন মানুষদের ফোনকল রেকর্ড করে তা সমাজমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফাঁস করা হয়। এখানেই শেষ নয়, গড়ে তোলা হয়েছিল যে কোনো ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কাঠামোও। মানবাধিকার ও ব্যক্তিনিরাপত্তা ক্ষুণ্ন করা হয়েছে নজিরবিহীন হঠকারিতায়। বিষয়টি সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনকে জানানো হলে তারা বিস্ময় প্রকাশ করেছে। আশার বিষয়- অন্তর্বর্তী সরকার দেরিতে হলেও পতিত সরকার আমলে ফোনে আড়ি পাতা তদন্তের উদ্যোগ নিয়েছে। কোথা থেকে কত টাকায় এর যন্ত্রপাতি কেনা হয়, কীভাবে ব্যবহার করা হয়, কারা এর সঙ্গে জড়িত ছিল, পুরো বিষয় খতিয়ে দেখবে এ কমিটি। শেখ হাসিনার সরকার যে কতটা স্বৈরাচারী ছিল, তার স্বরূপ উন্মোচিত হবে। এজন্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান সরকারের সময়ই আড়ি পাতার অনধিকার চর্চা স্থায়ীভাবে বন্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এ অপকর্মে জড়িত দুটি সংস্থা- ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এবং ডিপার্টমেন্ট অব টেলিকমিউকেশন বিলুপ্ত করা যৌক্তিক মনে করেন অনেকে। কারণ তিক্ত অভিজ্ঞতা বলে- রাজনৈতিক সরকার নানা অছিলায় এসব ব্যবস্থা ধরে রাখতে চায়। ভবিষ্যতেও এ প্রবণতা দেখা দেবে না, তার নিশ্চয়তা নেই। সেই পথ চিরতরে বন্ধ করে যাক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার- এ প্রত্যাশা সচেতন সব মহলের।
শিরোনাম
- বন্ধুর জানাজায় ভাইরাল কান্নার সুধীর বাবু আর নেই
- গাইবান্ধা গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত
- রুমমেটকে ছুরিকাঘাত, ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার
- মাত্র ২০ মিনিটে ১৮ লাখ লাইক পেল সুইফট–কেলসের বাগ্দান পোস্ট
- পর্যটক বাড়াতে ক্যাসিনোয় মনোযোগ শ্রীলঙ্কার
- আদালতের স্থগিতাদেশ, আড়ালে পৌনে ২ লাখ কোটির খেলাপি ঋণ
- গাজীপুরে উপ-সহকারী প্রকৌশলীদের সাত দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ
- করহার ‘অন্যায্য’ মনে করেন ৮২ শতাংশ ব্যবসায়ী
- গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত
- দুই দফা দাবিতে ষষ্ঠ দিনে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- চলতি বছর বিএসসির বহরে যুক্ত হচ্ছে দুটি নতুন জাহাজ
- ভিক্ষুক সেজে চুরি, নারী চোর গ্রেফতার
- নোয়াখালীতে ঘুমের মধ্যে চার মাসের শিশুর মৃত্যু
- গাজীপুরের কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- ট্রাম্পের ফোন ধরছেন না মোদি, দাবি রিপোর্টে
- গাজায় শান্তি চুক্তি বিলম্বের চেষ্টা করছে ইসরায়েল: কাতার
- এশিয়া কাপ ২০২৫: এক নজরে অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড
- ৫ মাসে ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ : বিডা
- যুক্তরাষ্ট্রে ডাকযোগে পণ্য পাঠানো স্থগিত করল ২৫ দেশ
- রোহিঙ্গাদের ওপর নৃশংসতার ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত ওআইসি’র
আড়ি পাতা
স্থায়ী বন্ধে ব্যবস্থা নিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর