পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের দুই দিনের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার স্বার্থে পাকিস্তান একাত্তরের গণহত্যার বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইবে বলে আশা করা হয়েছিল। দুই দেশের অমীমাংসিত সমস্যা, সম্পদ বণ্টন ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার ব্যাপারেও কোনো অগ্রগতি হয়নি। বরং দায় এড়াতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ইসহাক দার সাংবাদিকদের বলেছেন, একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত তিনটি ইস্যু দুইবার সমাধান হয়েছে। ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির নিষ্পত্তি হয়, ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে ও খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে একাত্তর ইস্যুর দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে। তিনি মন থেকে অতীতের স্মৃতি মুছে ফেলে দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলমানদের তাদের হৃদয় পরিষ্কার রাখতে বলা হয়েছে। সুতরাং চলুন সামনে এগিয়ে যাই। আমাদের একসঙ্গে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অবশ্য বলেছেন, অমীমাংসিত ইস্যু নিয়ে ইসহাক দারের বক্তব্যের সঙ্গে ঢাকা একমত নয়। বাংলাদেশ ও পাকিস্তান সার্কভুক্ত দেশ। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার মাধ্যমে লাভবান হতে পারে দুই দেশ। এ ক্ষেত্রে বাধা হয়ে আছে একাত্তরে পাকিস্তানি দখলদার বাহিনীর গণহত্যার ঘটনা। পাকিস্তান সে অপকর্মের জন্য ক্ষমা চাইলে সভ্য জাতি হিসেবে তারা যে নিজেদের পরিচয় গড়ে তুলতে আগ্রহী, তা প্রমাণিত হতো। একাত্তরের গণহত্যার জন্য কোনোভাবেই পাকিস্তানের জনগণ দায়ী নয়, দায়ী সামরিক জান্তা। তারা পাকিস্তানের জনগণের ওপরও চেপে বসেছিল নিপীড়ক হিসেবে। কিন্তু পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী সেটিকে যেভাবে পাশ কাটিয়ে গেছেন, তা শুধু অগ্রহণযোগ্যই নয় দুর্ভাগ্যজনকও।
শিরোনাম
- চাঁদপুরে ৫টি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার
- গাইবান্ধায় স্বেচ্ছাসেবক লীগ ও পৌর ছাত্রলীগ নেতা গ্রেফতার
- এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করল যুক্তরাজ্য
- শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী ২১ বিচারপতি
- সেবার মান নিয়ে ক্ষোভ গ্রাহকদের, অভিযোগের মুখে ‘পাঠাও’
- গোপালগঞ্জে বিশেষ শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তি নিয়ে সেমিনার
- যুক্তরাজ্যে সেই চীনা ক্রিপ্টোকুইনের ১১ বছর ৮ মাসের কারাদণ্ড
- নতুন পে স্কেল বাস্তবায়নের ফ্রেমওয়ার্ক তৈরি করবে সরকার: অর্থ উপদেষ্টা
- যুক্তরাষ্ট্রে গেলেন সোহেল তাজ
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার
- নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন
- ইসরায়েলি ফুটবল দলকে নিষিদ্ধ করতে উয়েফাকে চিঠি
- রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন
- মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাক্ষাৎ
- কেন ফ্রান্সের ওপর চটেছেন ট্রাম্প?
- দ্বাদশ সংসদের এমপিদের অখালাস ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তর
- গাজা সীমান্তে বড় সেনা ঘাঁটি বানানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
- শিবচরে মহাসড়কে তল্লাশি, অস্ত্র ও গুলি উদ্ধার
- নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার