পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের দুই দিনের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সফরকালে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার স্বার্থে পাকিস্তান একাত্তরের গণহত্যার বিষয়ে প্রকাশ্যে ক্ষমা চাইবে বলে আশা করা হয়েছিল। দুই দেশের অমীমাংসিত সমস্যা, সম্পদ বণ্টন ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়ার ব্যাপারেও কোনো অগ্রগতি হয়নি। বরং দায় এড়াতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ইসহাক দার সাংবাদিকদের বলেছেন, একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত তিনটি ইস্যু দুইবার সমাধান হয়েছে। ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টির নিষ্পত্তি হয়, ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে ও খোলামনে বিষয়টির সমাধান করেছেন। ফলে একাত্তর ইস্যুর দুইবার সমাধান হয়েছে। একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে। তিনি মন থেকে অতীতের স্মৃতি মুছে ফেলে দুই দেশের সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলমানদের তাদের হৃদয় পরিষ্কার রাখতে বলা হয়েছে। সুতরাং চলুন সামনে এগিয়ে যাই। আমাদের একসঙ্গে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অবশ্য বলেছেন, অমীমাংসিত ইস্যু নিয়ে ইসহাক দারের বক্তব্যের সঙ্গে ঢাকা একমত নয়। বাংলাদেশ ও পাকিস্তান সার্কভুক্ত দেশ। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার অনেক সুযোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার মাধ্যমে লাভবান হতে পারে দুই দেশ। এ ক্ষেত্রে বাধা হয়ে আছে একাত্তরে পাকিস্তানি দখলদার বাহিনীর গণহত্যার ঘটনা। পাকিস্তান সে অপকর্মের জন্য ক্ষমা চাইলে সভ্য জাতি হিসেবে তারা যে নিজেদের পরিচয় গড়ে তুলতে আগ্রহী, তা প্রমাণিত হতো। একাত্তরের গণহত্যার জন্য কোনোভাবেই পাকিস্তানের জনগণ দায়ী নয়, দায়ী সামরিক জান্তা। তারা পাকিস্তানের জনগণের ওপরও চেপে বসেছিল নিপীড়ক হিসেবে। কিন্তু পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী সেটিকে যেভাবে পাশ কাটিয়ে গেছেন, তা শুধু অগ্রহণযোগ্যই নয় দুর্ভাগ্যজনকও।
শিরোনাম
- খাবার কিনতেই আয়ের অর্ধেকের বেশি ব্যয় হয়ে যায়
- পুঁজিবাজার: সূচকের বড় উত্থানে চলছে লেনদেন
- চবিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স
- ফুলের টবে গাঁজা চাষ, ফেনীতে তিনজন আটক
- সুন্দরবন থেকে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ
- অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকা দলে সাবেক অধিনায়ক
- বিয়ের দিনেই বিয়ে ভেঙে যায় হেমা মালিনীর
- ঢাকার বায়ুমানের অবনতি, বাতাসে বেড়েছে ক্ষতিকর কণা
- রাজধানীর কদমতলীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- তিন বছরে দারিদ্র্য বেড়ে ২৮ শতাংশ
- ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা : জনগণের প্রত্যাশা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৬ আগস্ট)
- এ বছরই উত্তর কোরিয়ার নেতা কিমের সাথে দেখা করতে চান ট্রাম্প
- আজারবাইজানের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আনবে ইরান
- নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছেন প্রথম বাংলাদেশি-আমেরিকান নারী
- অতিরিক্ত শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে নতুন লবিস্ট ফার্ম নিয়োগ ভারতের
- দুই যুবককে হত্যা-লাশ গুম, সাবেক ডিআইজির বিরুদ্ধে মামলা
- এনআইডি করতে এসে রোহিঙ্গা দম্পতি আটক
- হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক
একাত্তরের ক্ষত নিরসন জরুরি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

সরকারি চাকরির ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করে পরিপত্র
১৫ ঘণ্টা আগে | জাতীয়

ভারতে ভুয়া পুলিশ ও গোয়েন্দা পরিচয়ে বাংলাদেশি পর্যটকদের হেনস্তা, গ্রেফতার ৩
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম