আরববিশ্বের সমৃদ্ধ দেশ কাতারের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করতে যাচ্ছে বাংলাদেশ। এ নিয়ে বিশেষভাবে কাজ করতে একজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার চার দিনের কাতার সফরের শেষ দিন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সে দেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি যে বৈঠক করেন, সেখানে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাতারের পূর্ণ ক্টূনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা কামনা করে বাংলাদেশ। জবাবে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা ও দেশ পুনর্গঠনের কাজে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেয় কাতার। দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমরা আস্থা রাখছি- সংস্কার ও পুনর্গঠনের পথ ধরে বাংলাদেশ দ্রুত আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সে অগ্রযাত্রায় কাতার সব সময় পাশে থাকবে। দুই শীর্ষ নেতার বৈঠকে রোহিঙ্গা সংকট এবং গাজা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। রোহিঙ্গা সংকট মোকাবিলায়, বিশ্ব সম্প্রদায়ের উদ্যোগ-প্রচেষ্টায় তাদের নিজ দেশে প্রত্যাবাসন এবং গাজায় অব্যাহত ইসরায়েলি নৃশংসতায় চরম মানবিক বিপর্যয় ঠেকাতে জাতিসংঘসহ সব অংশীজনের জোরালো পদক্ষেপের আবশ্যকতা সম্পর্কে একমত হন তারা। গাজার জনগণের দুর্দশার ব্যাপারে আজও বিশ্বের অনেকেই নীরব। রোহিঙ্গা সংকটের কথা যেন দিন দিন ভুলতে বসেছে বিশ্ব। এসব সংকট ও মানবিক বিপর্যয় বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য এবং গোটা বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। দুই নেতার বৈঠকে এসব বিষয় নিয়ে যে আন্তরিক ও পারস্পরিক আস্থার ভিত্তিতে আলোচনা হয়েছে- বাংলাদেশের জন্য তা আশাব্যঞ্জক। পারস্য উপসাগরের উপদ্বীপে অবস্থিত কাতার সীমিত আয়তন ও জনসংখ্যা এবং শুষ্ক ও মরু এলাকা হওয়া সত্ত্বেও বিপুল খনিজ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বর্তমানে মাথাপিছু আয়ের হিসাবে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। বিভিন্ন ক্ষেত্রে দেশটির ব্যাপক বিনিয়োগ রয়েছে বিশ্বের দেশে দেশে। তাদের সমর্থন ও সহযোগিতা আজকের নতুন বাংলাদেশ বিনির্মাণ ও এ দেশের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। আমরা সেটা কামনা করি।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
ঢাকা-দোহা সম্পর্ক
উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর