প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিমসটেক বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক গ্রুপ। এ গ্রুপের যথেষ্ট সক্ষমতা থাকার কথা থাকলেও দুই দশকেও তা অর্জিত হয়নি। ড. ইউনূস নেতৃত্ব গ্রহণের পর সংগঠনটি সক্রিয় করার ব্যাপারে বিশেষ জোর দেবেন এমনটিই আশা করা যায়। এ অঞ্চলের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি, আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আঞ্চলিক সংগঠনগুলো কার্যকর করার কথা বলে আসছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই। বৃহস্পতিবার ব্যাংককে বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নিজে মাত্র এক ডলার ঋণ দিয়ে কীভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন, সে কাহিনিও তুলে ধরেন। তরুণদের উদ্দেশে বলেন, এ প্রজন্মের তরুণরা পৃথিবীর যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তরুণরা চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলেই কেবল টেকসই উন্নয়ন সম্ভব হবে। এজন্য শুরুতে ক্ষুদ্রপরিসরে ব্যবসা চালু করা যেতে পারে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা যাবে না। তাই ছোট পরিসরে শুরু করে পরিবর্তনের সূচনা করা ভালো। শুরুতে বড় পরিসরে ব্যবসা চালু করাকে ভুলপথ বলে অভিহিত করেন তিনি। সবার জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান জানান বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, বিমসটেকে এটি তাঁর প্রথম বৈঠক। আর এর শুরুটাই হয়েছে তরুণদের সঙ্গে সাক্ষাৎ করে। তিনি তরুণদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করেন এবং তা তাঁকে তরুণদের চোখে দেখা পথে চলতে সহায়তা করে। বিমসটেকে তাঁর যাত্রা তরুণদের মাধ্যমে শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ বঙ্গোপসাগরীয় এলাকার মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে পারবে, এটি একান্তই প্রত্যাশিত।
শিরোনাম
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
- সারাদেশে তরুণদের নিয়ে সরকারের আইডিয়া প্রতিযোগিতা শুরু
- কুমিল্লার বরুড়ায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু
- বাগেরহাটে সরকারি স্কুলের সামনে ময়লা ফেলা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
সামাজিক ব্যবসা
টেকসই উন্নয়নের পথ দেখাবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর